জুতো জোটেনি, তাতে কি! ব্যান্ডেজ বেঁধেই দৌড়ে সোনার পদক জয় ১১ বছরের বালিকার

জুতো জোটেনি, তাতে কি! ব্যান্ডেজ বেঁধেই দৌড়ে সোনার পদক জয় ১১ বছরের বালিকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৫ ডিসেম্বর, সব স্বপ্ন সত্যি হয়না, কিন্তু যদি ইচ্ছা আর চেষ্টা থাকে তাহলে অসম্ভবকে সম্ভব করাও সম্ভব।আর এমন দৃষ্টান্ত বহুবার আমরা দেখতে পেয়েছি। ফের একবার সেই দৃশ্য সামনে আনল ফিলিপাইনসের ১১ বছরের স্কুল ছাত্রী রিয়া বুলোস।স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় ৪০০, ৮০০ এবং ১৫০০ মিটার দৌড় প্রতিযোগিতায় জিতে সোনার পদক জয় করল ছোট্ট বালিকা।কিন্তু অবাক কান্ড হল, সকলে যখন স্পোর্টস জুতো পরে দৌড়াচ্ছিলো তখন রিয়া-র পায়ে ছিল ব্যান্ডেজ। হ্যাঁ, ব্যান্ডেজকেই জুতো করে পায়ে বেঁধেছিলো সে। আর তা নিয়েই দৌড়।

নিজের প্রতিযোগিতার শেষে যখন রিয়া মাঠে বসে অন্যান্য প্রতিযোগিতা দেখছিল সেই সময় হঠাৎ নজরে আসে রিয়ার পায়ের ব্যান্ডেজ দিয়ে বানানো জুতো তাতে সবুজ রং এর কালিতে ‘নাইকি’ ব্রান্ডের চিহ্ন আঁকা রয়েছে।টাকার অভাবে জুতো কিনতে পারেনি সে। তাবলে দৌড় থিম যাবে? ব্যান্ডেজ বেঁধেই সোনার পদক জিতলো রিয়া।

রিয়ার এই দুর্দান্ত পারফরম্যান্সে খুবই খুশি হয়েছেন রিয়ার ক্রীড়া শিক্ষক। তিনি জানান, রিয়া খুবই পরিশ্রমী একজন ক্রীড়াবিদ। কঠোর পরিশ্রম করেই রিয়া আজ এই সাফল্য অর্জন করছে। শুধু রিয়া ছাড়াও আরও বেশ কয়েকজন প্রতিভাবান ক্রীড়াবিদ তাদের কাছে রয়েছে কিন্তু স্পোর্টস কিটের অভাবে তারা ভালো ভাবে প্র্যাকটিস করতে পারে না।

স্যোসাল মিডিয়ায় খবরটি ভাইরাল হওয়ার পরই বিভিন্ন সংস্থার তরফে রিয়াকে স্পনসর করার কথা জানানো হয়েছে।বিভিন্ন সংস্থার তরফে ইতিমধ্যেই রিয়াকে জুতো দেওয়া হয়েছে। সেই জুতো পরে রিয়া এখন মনের আনন্দে ছুটে চলেছে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top