নিজস্ব সংবাদদাতা ৭ ডিসেম্বর ২০২০ মালদা: জুয়ার ঠেকে হানা দিয়ে ১১ হাজার ৯০০ টাকার বোর্ড মানি সহ ৫ ব্যক্তিকে গ্রেফতার করল মালদা থানার পুলিশ। সোমবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ী অঞ্চলে এলাকার বাইপাসের ধারে রাতের অন্ধকারে জুয়ার আসর বসে । এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে এই জুয়ার ঠেক সরানো র এবং এ বিষয়ে মালদা থানায় মৌখিকভাবে অভিযোগ জানানো হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাত্রে মালদা থানার পুলিশ বিশেষ অভিযান চালায় এবং বাইপাসের ওই জুয়ার ঠেকে হানা দিলে পাঁচ জন জানুয়ারিকে নগদ ১১,৯০০ টাকা বোর্ড মানি সমেত ধরে ফেলে গ্রেফতার করে।এ বিষয়ে মালদা থানা সূত্রে জানা যায় যে এলাকায় কোনভাবেই জুয়ার আসর চালানো যাবে না তাই পুলিশ অনবরত এইসব অভিযান চালাতে থাকবে কোনভাবেই জুয়ার আসর বরদাশ্ত করা যাবে না ।