
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,১৮ই সেপ্টেম্বর : দত্তপুকুর থানার কদম্বগাছি বাজার এলাকায় জুয়ার ঠেক সাট্টার ঠেক , মদের আসর ভাঙচুর করে এলাকার সাধারণ মানুষ ঘটনাস্থলে উত্তেজনা।
জানাযায়, দত্তপুকুর থানার কদম্বগাছি বাজার এলাকায় দীর্ঘ দিন ধরে অবৈধ ভাবে বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ চলছিল বারবার পুলিশকে জানিয়েও কোন কাজ হয় নি বলে অভিযোগ । দীর্ঘদিন ধরে চলছে মদের আসর জুয়া ও সাট্টার ঠেক তার ফলে এলাকার দিন দিন বাড়ছিল মত্ত যুবকদের দাপট পুলিশ কে বারবার জানিয়েও কোন কাজ হচ্ছিল না । তার ফলে কদম্বগাছি এলাকার সাধারণ মানুষ রাতে অবৈধ কার্যকলাপ চলা এলাকায় হানা দিয়ে ভাঙচুর করা হয় একাধিক মদের আসর জোয়ার টেকে ঘটনাস্থলে দত্তপুকুর থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণ আনে l



















