জুয়া খেলার প্রতিবাদ করায় আক্রান্ত ছাত্র। আহত ছাত্র মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদা থানার ১নং বিমল দাস কলোনী এলাকার ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে আহত ছাত্রের নাম দীপঙ্কর দাস। সে গৌড় কলেজের প্রথমবর্ষের ছাত্র। তাদের বাড়ির পাশে প্রায়ই জুয়ার আসড় বসে। ফলে এলাকায় চলে বহিরাগতদের অবাদ আনাগোনা। ফলে এলাকার পরিবেশ খারাপ হয়ে যাচ্ছে। এই জুয়ার ঠেক ওঠানোর জন্য তাদের বার বলা হয়। তা স্বত্বেও এ ঠেক চলতো। বার বার পুলিশ প্রশাসনকে জানানো হয়। তবে পুলিশ কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। সোমবার রাত্রে টিউশন পরে বাড়ি ফেরার পথে জুয়ার ঠেক তুলতে বলে। এরপরই জুয়ারীরা ওই ছাত্রের ওপর চড়াও হয়ে বেধরক মারধর শুরু করে বলে অভিজোগ। ঘটনায় আহত ছাত্রকে এলাকাবাসী মালদা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসে। অভিযোগ দায়ের করা হয় মালদা থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জুয়া খেলার প্রতিবাদ করায় আক্রান্ত ছাত্র
জুয়া খেলার প্রতিবাদ করায় আক্রান্ত ছাত্র
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram