জেনেরটার ব্লাস্ট করে আগুন সব্জি প্যাকেজিং সেন্টারে

জেনেরটার ব্লাস্ট করে আগুন সব্জি প্যাকেজিং সেন্টারে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,আমডাঙ্গা ,৭ ই মে :জেনেরটার ব্লাস্ট করে আগুন সব্জি প্যাকেজিং সেন্টারে ।
আমডাঙ্গা থানার অন্তর্গত দত্তপুকুরের মিরহাটি ঘটনা । আজ সকাল ১১ টা নাগাদ বিদ্যুৎ বিচ্ছেদ হওয়ায় কর্মীরা জেনারেটর চালু করতে গেলে বিপত্তি । জেনারেটর ব্ল্যাস্ট করে আগুন ধরে যায় কারখানায় । জেনারেটর ডিজেল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে । দমকল খবর দিলে দমকলের ৩টি ইঞ্জিন ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। প্রায় দের ঘন্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে । প্রথমে আগুন নেভাতে বাধা পায় দমকল কর্মীরা । জেসিপি এনে ৬ টি সাটার ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে । দমকল আধিকারিক জানান খবর পাওয়া সাথে সাথে আমরা ঘটনা স্থলে পৌঁছায় ৩টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । কর্তৃপক্ষ আগুন নির্বাপক ব্যবস্থা আছে বলে জানান তবে তা তদন্ত সাপেক্ষ । পর্যাপ্ত ব্যবস্থা না থকলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দমকল আধিকারিক ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top