জেনে নিন এই ২১ দিন কি কি খোলা থাকছে ও কি কি বন্ধ থাকছে……

জেনে নিন এই ২১ দিন কি কি খোলা থাকছে ও কি কি বন্ধ থাকছে……

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২৪ মার্চ, আজ মঙ্গলবার মধ্যরাত থেকে ২১ দিনের লকডাউনের ঘোষণা করল সরকার।প্রয়োজন না হলে বাইরে বেরোনো নিষেধ করা হয়েছে।২১ দিনের এই ভাইরাসের চেন ভাঙতে সকলকে সাহায্যের হাত বাড়াতে অনুরোধ করা হয়েছে। এই সিদ্ধান্তে পজেটিভ ফল আসবে এমনটাই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী। এদিন তাঁর বক্তৃতার শেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এ ব্যাপারে সুনির্দিষ্ট নির্দেশিকা তথা বিজ্ঞপ্তি প্রকাশ করে দেওয়া হয়েছে।

সরকারের ঘোষণা অনুসারে কী কী বন্ধ থাকবে এবং কী কী খোলা থাকছে তা এখানে পরিষ্কার বলা হয়েছে,

১। আগের সিদ্ধান্ত অনুযায়ী এই কয়েকদিন সব লোকাল, মেল, এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে।
২। দেশের কোথাও কোনও রকম সড়ক পথে পরিবহন চলবে না, শুধু চলবে পণ্যবাহী গাড়ি।
৩। চলবে না বাস, অটো, ট্যাক্সি, প্রতিটি গণপরিবহণ ব্যবস্থাই বন্ধ রাখতে হবে।
৪। নিত্য প্রয়োজনীয় নয় এমন দোকান, ব্যবসায়িক প্রতিষ্ঠান, অফিস, কারখানা, গুদাম বন্ধ রাখার নির্দেশ।
৫। হাসপাতাল ও অন্যান্য জরুরি কাজে ব্যবহৃত গাড়ি চলবে।
৬। খোলা থাকবে সব হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠান।
৭। খোলা রাখা হবে টেলিকম ও তথ্য প্রযুক্তি ক্ষেত্র।
৮। উপযুক্ত খাবার বিক্রি করার দোকান খোলা থাকবে। দুধ থেকে সবজি সবই পাওয়া যাবে দোকানে।সাথে খোলা থাকবে রেশন দোকানও।
৯। মাছ, মাংসের বাজার খোলা রাখার কথা বলা হয়েছে। অনলাইন খাবার পরিষেবা খোলা থাকবে।
১০। এলাকাতে ওষুধের দোকান ও ওষুধের কারখানা খোলা থাকবে।
১১। সংবাদমাধ্যমের দফতর খোলা রাখার কথা বলা হয়েছে।
১২। পেট্রোল পাম্প, এলপিজি গ্যাসের দোকান ও সরবরাহ চালু থাকবে। তবে এত কিছু খোলা থাকলেও একান্ত প্রয়োজন ছাড়া রাস্তায় বের হওয়া যাবে না বলে কেন্দ্রের তরফে করা নির্দেশ। খুব জরুরি প্রয়োজন না হলে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top