দীঘায় ঘুরতে গিয়ে নেট সমস্যায় জেরবার পর্যটকেরা। করোনা নিয়ে নাজেহাল মানুষ। ঘরবন্দি দশা কাটছে। এবারে পুজোতে ছুটির আমেজ উপভোগ করতে দিঘায় গিয়েছিলেন ভ্রমণকারীরা। উপচে পড়ছে ভিড়। এরই মধ্যে দেখা গেল ইন্টারনেট সমস্যা। সমুদ্রের ধারে নিজেদের ছবি তুলেও আর পোস্ট করতে পারছে না সোশ্যাল মিডিয়ায়। ইন্টারনেটের বেহাল দশায় সব বন্ধ। মুখভার পর্যটকদের। দিঘা-সহ মন্দারমণি, তাজপুর, শঙ্কারপুরেও একই ছবি।
পুজোর কয়েক দিন আগে থেকেই অধিকাংশ হোটেলে পর্যটকেরা আসতে শুরু করেছেন। দীর্ঘদিন লোকসানের ধাক্কা সামলে পুজোর ক’দিন ব্যবসাও বেশ ভাল হচ্ছে। লক্ষ্মীপুজো পর্যন্ত আরও ভিড় হবে বলে মনে হচ্ছে। কিন্তু ভিড়ের চাপেই হয়তো দিঘার নেট পরিষেবা ধাক্কা খাচ্ছে।
অনেকেই ‘নবমী পর্যন্ত কলকাতায় ঠাকুর দেখেছেন। দশমীতে পরিবার নিয়ে দিঘায় এসে উঠেছেন। রবিবারটা এখানে কাটিয়ে সোমবার সকালে বাড়ি ফিরবেন অনেকেই। তবে দিঘায় এসে ফেসবুক-ইনস্টাগ্রামে ভিডিও বা ছবি পোস্ট করতে পারছি না।না পেরে অএনেকের আনন্দটাই মাটি হয়ে ঘিয়েছে।
আর ও পড়ুন জম্মু কাশ্মীরে ফের জঙ্গি হামলায় মৃত্যু হল দুই শ্রমিকের
এদিকে, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অতিবৃষ্টির জেরেই বাঁধ ভেঙেছে। প্লাবিত পটাশপুর, এগরা, ভগবানপুর-সহ বিস্তীর্ণ এলাকা। বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হয়েছে ৪৮টি টাওয়ারের। জেনারেটর চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।
উল্লেখ্য, করোনা নিয়ে নাজেহাল মানুষ। ঘরবন্দি দশা কাটছে। এবারে পুজোতে ছুটির আমেজ উপভোগ করতে দিঘায় গিয়েছিলেন ভ্রমণকারীরা। উপচে পড়ছে ভিড়। এরই মধ্যে দেখা গেল ইন্টারনেট সমস্যা। সমুদ্রের ধারে নিজেদের ছবি তুলেও আর পোস্ট করতে পারছে না সোশ্যাল মিডিয়ায়। ইন্টারনেটের বেহাল দশায় সব বন্ধ। মুখভার পর্যটকদের। দিঘা-সহ মন্দারমণি, তাজপুর, শঙ্কারপুরেও একই ছবি। পুজোর কয়েক দিন আগে থেকেই অধিকাংশ হোটেলে পর্যটকেরা আসতে শুরু করেছেন।
দীর্ঘদিন লোকসানের ধাক্কা সামলে পুজোর ক’দিন ব্যবসাও বেশ ভাল হচ্ছে। লক্ষ্মীপুজো পর্যন্ত আরও ভিড় হবে বলে মনে হচ্ছে। কিন্তু ভিড়ের চাপেই হয়তো দিঘার নেট পরিষেবা ধাক্কা খাচ্ছে। অনেকেই ‘নবমী পর্যন্ত কলকাতায় ঠাকুর দেখেছেন। দশমীতে পরিবার নিয়ে দিঘায় এসে উঠেছেন। রবিবারটা এখানে কাটিয়ে সোমবার সকালে বাড়ি ফিরবেন অনেকেই। তবে দিঘায় এসে ফেসবুক-ইনস্টাগ্রামে ভিডিও বা ছবি পোস্ট করতে পারছি না।না পেরে অএনেকের আনন্দটাই মাটি হয়ে ঘিয়েছে।



















