কলকাতা – জেলবন্দি অবস্থাতেই চাকরি বেচাকেনার ব্যবসা চালাচ্ছেন জীবন কৃষ্ণ সাহা—এমনই গুরুতর অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর তরফে প্রকাশ্যে আনা হয়েছে একটি অডিও এবং ভিডিও ক্লিপ, যেখানে নাকি পরিষ্কার শোনা যাচ্ছে চাকরি দেওয়া-নেওয়া সংক্রান্ত কথোপকথন। এই ঘটনার জেরে ফের তীব্র রাজনীতির পারদ চড়েছে রাজ্যে।
শুভেন্দুর দাবি, জেলে বসেই দালালচক্র সক্রিয় করে রেখেছেন জীবন কৃষ্ণ সাহা। তাঁর অভিযোগ, “যেখানে রাজ্যের আইনশৃঙ্খলার অবস্থা এমন ভয়াবহ, সেখানে নিরপেক্ষ তদন্ত একেবারেই সম্ভব নয়।” তাই এই মামলাকে অন্য রাজ্যে স্থানান্তর করে তদন্ত করার দাবিও জানিয়েছেন তিনি।
অডিও-ভিডিও সামনে আসতেই শোরগোল রাজ্যের রাজনৈতিক মহলে। বিরোধী শিবিরের অভিযোগ, এই ঘটনাই প্রমাণ করে চাকরি দুর্নীতির রেশ এখনও থামেনি, বরং জেলের ভিতর থেকেও চলছে ‘দালালি’। অন্যদিকে শাসকদল একে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে।
ঘটনার সার্বিক তদন্তের দাবি জানিয়ে শুভেন্দু অধিকারী আবারও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। কেস অন্য রাজ্যে ট্রান্সফার করা হবে কি না, এখন রাজ্য পুলিশের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে সকলেই।




















