জেলার বিশিষ্ট শিক্ষকদের সন্মান দিয়ে শিক্ষক দিবস পালিত জেলা তৃণমূল কংগ্রেসের। শিক্ষক দিবসকে সামনে রেখে রাজনগর নামে সমারহে শিক্ষক দিবস পালন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের। উল্লেখ্য বিগত কয়েক বছর ধরেই রাজনগর নামে শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা সন্মান জানাতে অনুষ্ঠান করে থাকে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কমিটি।
প্রতিবছরের ন্যায় এই বছরও সোমবার শিক্ষক দিবসের দিনে কোচবিহার রবীন্দ্র ভবন এক অনুষ্ঠানের মাধ্যমে মাহাসারম্ভে এই দিনটি পালিত হয়। এসিনের অনুষ্ঠানে কোচবিহারের বিশিষ্ট শিক্ষকদের অনুষ্ঠান মঞ্চ থেকে সন্মান জানানো হয়। শিক্ষিক্ষ দিবসে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম দিবস উপলক্ষে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
এদিন ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ১৩৫তম জন্ম দিবস উদযাপন করা হয় এদিনের মঞ্চ থেকে। এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক তথা পঞ্চানন অনুরাগী গিরীন্দ্র নাথ বর্মন, বিশিষ্ট আইনজীবী অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় উপাচার্য দেব কুমার মুখার্জি, বিশিষ্ট নেত্রী সুচিস্মিতা দেব শর্মা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন দত্ত সহ অন্যান্যরা।
এদিন শিক্ষকদের সম্মান জানানো ছাড়াও শোক দিবসের বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজনগরের মঞ্চে। এদিন সম্মান জানানো ছাড়াও নাচ গান আবৃত্তি সহ নানান অনুষ্ঠান পরিবেশিত হয় এই মঞ্চ থেকে। এদিন জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা ও বিভিন্ন সংস্কৃতি অনুরাগী মানুষ এদিনের এই অনুষ্ঠানে উপভোগ করেন।
আরও পড়ুন – শুভেন্দু অধিকারী কে তীব্র কটাক্ষ তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের
এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে অভিজিৎ দে ভৌমিক বলেন, শিক্ষক জাতির মেরুদন্ড, সমাজের মানুষ গড়বার নিজস্ব কারিগর। তাই এই বিশেষ দিনে এই ক্ষুদ্র সম্মান তাদের কাছে কিছুই নয়, প্রত্যেকটি ছাত্র ছাত্রী যদি ভাল লেখাপড়ার মাধ্যমে মানুষ হয়ে ওঠে, সেখানেই শিক্ষকের পরম শান্তি। তবুও আমরা প্রতিবছর এই দিনটিতে তাদের বিশেষ ভাবে সন্মান জানাই। এই দিনের কর্মসূচি প্রসঙ্গে গিরীন্দ্র নাথ বর্মন বলেন, বহু বছর ধরে শিক্ষকতার সাথে যুক্ত রয়েছি। আজ কোচবিহারে এই মঞ্চ উপস্থিত থাকতে পেরে নিজের গর্ব অনুভব করছি। যে সম্মান কোচবিহার জেলা থেকে প্রতিবছর দেওয়া হয়, তা সত্যি প্রশংসার দাবি রাখে।