নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২৭ শে আগস্ট : বালিঘাট নিয়ে কড়াকড়ির জন্যই জেলা শাসকের বাড়ির সামনে বোমাবাজি, আর এবার বালি মাফিয়া মূল অভিযুক্ত কাজল সাহা গ্রেপ্তার।
জুলাই মাসের ৭ তারিখ মধ্যরাতে বীরভূম জেলা শাসক ভবনের সামনে দুষ্কৃতীরা বোমাবাজি করে। বোমাবাজির ঘটনায় বীরভূম পুলিশের তরফ থেকে তদন্তের জন্য গঠন করা হয় সিট, ঘটনার পরপরই গ্রেপ্তার করা হয় ৪ অভিযুক্তকে। পুলিশ পরে সাংবাদিক বৈঠক করে জানায়, বালি কারবারিরাই যুক্ত এই বোমাবাজির ঘটনায়। পুলিশ এও জানায়, সময়ের সাথে সাথে আরও বেশকিছু অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।
আর এবার সেই ঘটনায় মূল অভিযূক্ত বালি মাফিয়ার সাথে যুক্ত তৃণমূল নেতা কাজল সাহাকে সিউড়ির বাঁশঝোড় এলাকা থেকে গ্রেপ্তার করলো সিউড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলাশাসক ভবনের সামনে বোমাবাজির ঘটনায় এই তৃণমূল নেতার বড় ভূমিকা ছিল।
গোড়ায় তদন্তে নেমে পুলিশ চারজনকে গ্রেপ্তার করার পর তারা জেরার মুখে পুলিশের কাছে কবুল করে বালি ব্যবসায় কড়াকড়ির জন্য এই বোমাবাজি। ধৃত এই চারজন কাজল সাহার সাথে বালি ব্যবসায় যুক্ত। গ্রেপ্তার হওয়া কাজল সাহাকে আজ সিউড়ি আদালতে তোলা হবে।