নিজস্ব সংবাদদাতা,বীরভূম :- বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যায় বীরভূম জেলা শাসক মৌমিতা গোদারা বসুর বাংলোর তিন অস্থায়ী কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। আক্রান্ত অস্থায়ী কর্মীদের বোলপুর কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি জেলাশাসক নিজেকে হোম কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আর এই জেলাশাসক বাংলোয় করোনা আক্রান্ত হওয়ার ঘটনার পরই শুক্রবার সকাল থেকে সিউড়ি পৌরসভা পুরো বাংলো স্যানিটাইজ করার কাজ শুরু করলো।
অন্যদিকে শুক্রবার জানা যায় শুধুমাত্র বীরভূমের সিউড়ি শহরের পাঁচজন করোনা আক্রান্ত হয়েছেন। যে কারণে শহরবাসীর উদ্বেগ বাড়িয়ে সিউড়িতে বাড়লো পাঁচটি কনটেন্টমেন্ট জোন।