নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪পরগণা,২২ জুন:- জেলায় এই প্রথম কেরালার ধাঁচে কোভিড ১৯ রোগের লালা রস নমুনা সংগ্রহ করার কেন্দ্র খোলা হলো। মধ্যমগ্রাম পৌরসভার হাসপাতালে এক বেসরকারি ডায়গোনেস্টিক সেন্টারের সঙ্গে যৌথভাবে এই নমুনা সংগ্রহ করা হচ্ছে, খরচ ২৩৫০ টাকা। এর জন্য অবশ্য প্রত্যেককে ডাক্তারের প্রেসক্রিপশন এবং আধার কার্ডের জেরক্স আনতে হবে। প্রাইভেট হাসপাতালে পরীক্ষা করতে গেলে অনেক বেশি খরচ হয় বলে দাবি পুরসভার হেল্থ ডিপার্টমেন্টের নিমাই ঘোষ। লালা রস সংগ্রহের ক্ষেত্রে সমস্ত প্রোটকল মানা হবে বলেও দাবি তার। তা সত্বেও হাসপাতালে এই নমুনা কেন্দ্র কতটা সুরক্ষিত থাকবে প্রশ্ন থেকেই গেল জনগণের মনে।
জেলায় এই প্রথম কেরালার ধাঁচে কোভিড ১৯ রোগের লালা রস নমুনা সংগ্রহ করার কেন্দ্র খোলা হলো।
জেলায় এই প্রথম কেরালার ধাঁচে কোভিড ১৯ রোগের লালা রস নমুনা সংগ্রহ করার কেন্দ্র খোলা হলো।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram