জেলা জুড়ে বাড়ছে স্কুল ড্রপ আউট শিক্ষার্থীর সংখ্যা!

জেলা জুড়ে বাড়ছে স্কুল ড্রপ আউট শিক্ষার্থীর সংখ্যা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

পূর্ব বর্ধমান –  অভাবের তাড়নায় স্কুলে আসা বন্ধ করছে ছাত্ররা, রোজগারের তাগিদে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা বাড়ছে, ফলে স্কুলের ড্রপ আউটের সংখ্যা বাড়ছে দিন দিন, এইট থেকে নাইনে ওঠা এমনই নয় জন ছাত্রকে চিহ্নিত করেছে কালনা দু’নম্বর ব্লকের অকাল পৌষ অরবিন্দ প্রকাশ ঘোষ উচ্চ বিদ্যালয়।

এইট থেকে নাইনে উঠে পাশ করার পর তারা আর ভর্তি হয়নি। স্কুল কর্তৃপক্ষ খবর নিয়ে জানতে পারে তারা পড়া ছেড়ে দিয়েছে, কেউ যাবে বাইরে, কেউ কাজ করবে দেশেই।

এমনই ছাত্রের বাড়িতে এদিন স্কুল ছুটির পর হাজির হলেন স্কুলের শিক্ষকরা হাত জোড় করে অভিভাবকদের অনুরোধ করলেন, স্কুলে ভর্তির জন্য লাগবে না টাকা, স্কুল কর্তৃপক্ষই দেবে বই ,স্কুলে ভর্তি করুন এমনই আবেদন নিয়ে বিভিন্ন বাড়িতে পৌঁছাচ্ছে শিক্ষকরা।

এ প্রসঙ্গে এদিন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদীপ্ত ঘোষ তিনি জানান, স্কুলের ড্রপ আউট আটকাতেই এই উদ্যোগ। শিক্ষকদের আবেদনে সারা দিয়ে স্কুলে পাঠানোর কথা জানালেন অভিভাবকরাও।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top