নিজস্ব সংবাদদাতা,হরিহরপাড়া, ১৭ই নভেম্বর : জেলা জুড়ে চলছে সপ্তাহব্যাপি শৌচালয় দিবস উদযাপন, জেলার বিভিন্ন যায়গার পাশাপাশি এই শৌচালয় দিবস পালন করছে হরিহরপাড়া ব্লক প্রশাসন। হরিহরপাড়া ব্লককে নির্মল তথা উন্মুক্ত শৌচ বিহীন ব্লক গড়ে তোলার লক্ষে শুক্রবার সন্ধ্যায় হরিহরপাড়া ব্লক অফিস সংলগ্ন কন্যাশ্রী যোদ্ধা পার্ক থেকে মোমবাতি র্যা লির মধ্যে দিয়ে সচেতনতা মূলক শোভাযাত্রার আয়োজন করা হয়, শোভাযাত্রা থেকে সাধারন মানুষকে বিজ্ঞান সম্মত পদ্ধতীতে শৌচাগার তৈরী এবং তার ব্যবহার নিয়ে সচেতন করা হয়। এদিনের রালিতে পা মেলান বিডিও পুর্নেন্দু সান্যাল, জয়েন্ট বিডিও উদয় কুমার পালিত,এ ডি এ মৌমিতা মজুমদার , পঞ্চায়েত সমিতির সভাপতি সারগিজা বিবি, স্বয়ম্ভর গোষ্ঠির মহিলা,কন্যাশ্রী যোদ্ধা ও পুলিশ কর্মীরা
জেলা জুড়ে চলছে সপ্তাহব্যাপি শৌচালয় দিবস উদযাপন
জেলা জুড়ে চলছে সপ্তাহব্যাপি শৌচালয় দিবস উদযাপন
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram