জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণদের সচেতন করতে বাজারে বাজারে মাইকিং

জেলা প্রশাসনের পক্ষ থেকে জনগণদের সচেতন করতে বাজারে বাজারে মাইকিং

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান, ২৬ মার্চ, পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হল সচেতনতা মাইকিং। গোটা জেলাতেই গ্ৰামগঞ্জ থেকে শুরু করে বর্ধমান শহড় জুরে এই মাইকিং করা হচ্ছে।প্রতিটি ট‍্যাবলতে দুজন করে পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে।পাশাপাশি দমকল বাহিনী লালবাতি জ্বালিয়ে পুলিশ কর্মীরা মানুষের কাছে সচেতনবার্তা তুলে ধরেন।

মূলত বিশেষ করে পূর্ব বর্ধমান শহরে যেসমস্ত গুরুত্বপূর্ণ সবজি মার্কেটগুলো রয়েছে সেইসমস্ত সবজি মার্কেটের সামনে দাড়িয়ে আধঘন্টা করে দমকলবাহিনি পুলিশ কর্মীরা রাস্তায় দাঁড়িয়ে তারা বার্তা দেন যে বিভ্রান্ত ছড়াবেন না দূরত্ত বজায় রাখুন।এইরকম ধরনের বেশকিছু বার্তা তুলে ধরা হয় পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে।শুধু তাইনয় বৃহস্পতিবার থেকে বর্ধমান শহরে বেশকিছু গুরুত্বপূর্ণ জায়গা কার্জনগেট, পার্কাস রোড, পারবিরহাটা, বর্ধমান স্টেশন এরকম বেশকিছু জায়গায় মাইক লাগানো হয়েছে মাননীয় মূখ‍্যমন্ত্রী মমতা বক্তব‍্য তুলে ধরা হয়েছে মাইকিংয়ের মাধ‍্যমে এবং উনিও সচেতনতা বার্তা তুলে ধরছেন জনগনের সার্থে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top