জেলা বইমেলা শুরুর দুইদিন আগে সম্পাদক মন্ডলীর পদ থেকে ইস্তফা। জলপাইগুড়ি জেলা বইমেলা শুরুর দুইদিন আগেই সম্পাদক মন্ডলীর পদ থেকে তিন সদস্যের ইস্তফা।যাকে ঘিরে শোরগোল ধূপগুড়িতে।আগামী ২২ শে ডিসেম্বর ধূপগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে জেলা বইমেলা। মঙ্গলবার ধূপগুড়ি পুরসভার প্রশাসনিক মন্ডলীর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং-এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে জেলা বইমেলার পদ থেকে ইস্তফার দাবিতে পুরসভার চেয়ারম্যানের কাছে পদত্যাগ পত্র তুলে দিলেন তিন সদস্য।
ধূপগুড়ির গ্রামীন ব্লক সভাপতি সভাপতি দীপু রায়,ধূপগুড়ি পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সদস্য অরুপ দে এবং ধূপগুড়ি টাউন ব্লক সভাপতি ইভান দাস মিলে পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগ পত্র তুলে দেয়।যদিও এদিন তাদের পদত্যাগপত্র গৃহীত হয়নি।যার বিরুদ্ধে অভিযোগ তিনি সমস্ত অভিযোগই খারিজ করেছে।
জানা যায় ২০ বছর পর এবার জলপাইগুড়ি জেলা বইমেলা ধূপগুড়ি পুরসভার পুর ময়দানে অনুষ্ঠিত হতে চলছে।বইমেলার আয়োজক কমিটিতে জেলাশাসক,পুলিশ সুপার সহ বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিরা রয়েছে।সেই কমিটিতে ধূপগুড়ির চারজনকে সম্পাদক করা হয়েছে।মূলত কমিটির অন্যতম সদস্য রাজেশ কুমার সিং-এর বিরুদ্ধেই সমস্ত অভিযোগ।তিনি নিজের কৃতিত্বের জন্য সমস্ত কিছু করছে।মন্ত্রীদের সাথে দেখা করা,এমনকি মঞ্চে কোন কোন শিল্পী অনুষ্ঠান করবে তিনি কাউকে না জানিয়ে সমস্ত কিছু ঠিক করছে।
আরও পড়ুন – বিশ্বকাপ ফাইনালে দীপিকার ট্রফি উন্মোচনের কারণ
এই বিষয়ে পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন কি বিষয় নিয়ে ইস্তফা দিতে গিয়েছিলেন সেই বিষয়ে জানি না।তবে কাউকে কিছু না জানিয়ে কোন কিছুই করা হচ্ছে না।সমস্ত প্রমাণ পত্র রয়েছে।মন্ত্রীদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক।আপনারা নিজেরাও দেখেছেন রাস্তায় দাঁড়িয়ে মন্ত্রী আমার সাথে দেখা করেছে।সেটা যদি অপরাধ হয় তবে এই বিষয়ে বলার কিছু নেই।
বইমেলা কমিটি থেকে তিনজনের ইস্তফার ঘটনায় ফের একবার ধূপগুড়িতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে মনে করছে রাজনৈতিক মহল।