নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ৩১ মার্চ, জেলা স্বাস্থ্য আধিকারিকরা প্রথমেই সকল সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপন করেন জীবনের ঝুঁকি নিয়েও সত্য খবর পরিবেশনের মাধ্যমে জনসাধারণকে সচেতন করার জন্য এবং গতকাল মূলত সংবাদ দেখে পূর্ব বর্ধমান থেকে তেহট্টে অনুষ্ঠান বাড়িতে আসা শিশুসহ এক ভদ্রমহিলা এবং একজন টোটো ড্রাইভার বিস্তারিত জানিয়ে সহযোগিতা করে চিকিৎসা ব্যবস্থার।
জেলা স্বাস্থ্য আধিকারিক অসিত কুমার দেওয়ান জানান, “তেহট্টে উত্তরাখান্ড তিনজন এবং দিল্লি থেকে আগত দুজনের সান্নিধ্যে থাকা ৪৯ জনের জেল লিস্ট প্রকাশিত হয়েছিল তাদের প্রত্যেককে হোম ওয়ারেন্টে রাখার ব্যবস্থা করা গেছে। এভাবেও গত দু’দিন যাবৎ সাধারণ মানুষের দেওয়া তথ্য অনুযায়ী বেশ কিছু প্রাথমিক লক্ষণ যুক্ত রোগী মিলিয়ে মোট ৬৭ জনকে চিকিৎসার তত্ত্বাবধানে আনতে পেরেছি।তবে কেউ বাইরে থেকে আসলেই, কিছু বলে তাকে এক ঘরে করার কোনো কারণ নেই। বরং তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করলে , অথবা স্বাস্থ্য দপ্তরের হেল্প লাইন নাম্বার, লোকাল থানার ওসি, হাসপাতালের সুপার কে জানালে, অনেক সহজেই সকলের মিলবে পরিষেবা।