ভাইরাল – মধ্যপ্রদেশের দন্দরৌয়া ধামের এক মন্দিরে ভোগ রান্না ঘিরে ঘটল চমকপ্রদ দৃশ্য। বিশাল কড়াইয়ে রান্না হচ্ছিল হাজার মানুষের ভোগ। এত বড় কড়াই নাড়তে হাতা-খুন্তি কার্যকর না হওয়ায় কাজে নামানো হল জেসিবি মেশিন! ফ্রন্ট এন্ড লোডার ডুবিয়ে বিশাল কড়াইয়ের খাবার নেড়ে রান্না করা হচ্ছিল।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, পাশাপাশি রাখা দুটি কড়াই নাড়াতে জেসিবির ব্যবহার হচ্ছে। কেউ কেউ ঘটনাটিকে অভিনব ভেবে মজা করেছেন, আবার অনেকেই প্রশ্ন তুলেছেন মন্দিরের খাদ্যের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিয়ে। নেটিজেনদের ভাষায়, ‘‘জেসিবি-ঠাকুর এবার রাঁধুনির ভূমিকায়!’’
