জৌনপুরে বাবা ও দুই ছেলের নৃশংস খুন

জৌনপুরে বাবা ও দুই ছেলের নৃশংস খুন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিহার – উত্তরপ্রদেশের জৌনপুর জেলার জাফরাবাদ থানার অন্তর্গত নেভাদা বাইপাস এলাকায় ঘটে গেল এক রোমহর্ষক হত্যাকাণ্ড। সোমবার সকালে লালজি ওয়েল্ডিং ওয়ার্কশপ থেকে উদ্ধার হয় এক পরিবারের তিন সদস্য—বাবা লালজি, ছেলে গুডু কুমার ও যাদবীরের মৃতদেহ। প্রত্যেকের মাথায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন, যা এই হত্যাকাণ্ডের নৃশংসতাকে স্পষ্ট করে তোলে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও চারটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত হচ্ছে। ইতিমধ্যেই আটটি পুলিশ দল গঠন করে তদন্ত শুরু হয়েছে।



পরিবারের তরফে জানানো হয়েছে, কিছু ব্যক্তির সঙ্গে তাঁদের পুরনো বিরোধ ছিল, যা এই ঘটনার পেছনে সম্ভাব্য কারণ হতে পারে। পুলিশও সেই দিকটি মাথায় রেখেই তদন্ত চালাচ্ছে।জৌনপুরের পুলিশ সুপার (এসপি) জানিয়েছেন, “সমস্ত সম্ভাব্য দিক বিবেচনা করে তদন্ত এগোচ্ছে। ব্যক্তিগত শত্রুতা, সম্পত্তি নিয়ে বিবাদ—সবই খতিয়ে দেখা হচ্ছে।” স্থানীয়দের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং পুলিশ আশ্বাস দিয়েছে, দোষীদের দ্রুত গ্রেপ্তার করে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।এই ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের একটাই দাবি—অত্যন্ত দ্রুততার সঙ্গে বিচার ও দোষীদের কঠোর শাস্তি। তদন্তে পুলিশের সক্রিয়তা ও উদ্ধার হওয়া আলামতের ভিত্তিতে শিগগিরই রহস্য উদঘাটনের আশায় দিন গুনছে পরিবার ও এলাকাবাসী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top