নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা ,৪ঠা আগস্ট :জ্বরে মৃত্যু প্রথম বর্ষের ছাত্রীর হাবড়াতে, পরিবারে শোকের ছায়া।
ঘটনাটি হাবড়া পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের আক্রমপুর এলাকার। পরিবার সুত্রে জানা গেছে অঙ্কিতা সিকদার ১৭ হাবড়া চৈতন্য কলেজে ইংরেজিতে অনার্স নিয়ে প্রথম বর্ষে পড়াশোনা করছিল। গত বুধবার কলেজ থেকে ফেরার সময় জ্বর জ্বর লাগছিল তাই নিজেই ওষুধের দোকান থেকে ওষুধ কিনে নিয়ে আসে। বাড়ি ফেরার পর থেকে শরীর খারাপ হয়ে পরে।
মৃতার বাবা অপুর্ব সিকদার পেশায় ব্যাঙ্ক কর্মী ভিন রাজ্যে কর্মরত অবস্থায় খবর পেয়ে বৃহস্পতিবার তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন। প্রাইভেট ডাক্তার দেখানো হয় অবশেষে শুক্রবার রাত থেকে বমি করতে থাকে পরে শনিবার সকালে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল ছাত্রীর। ডাক্তারের প্রাথমিক শারীরিক লক্ষন দেখে মনে হয় ছাত্রীর শরীরে ডেঙ্গুর জীবানু রয়েছে বলে পরিবার কে জানায় ডাক্তার। অবশেষে শনিবার রাত আটাটা নাগাদ মৃত্যু হয় ছাত্রীর। ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে।
এলাকার নিকাশি ব্যাবস্থি নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। তাদের বক্তব্য এলাকায় অনেক জ্বরে আক্রান্ত রোগী রয়েছে । পৌরসভার পক্ষ থেকে ঠিক মত ব্লিচিং পাউডার কিংবা মশা মারার স্প্রে করা হয়না। এই নিয়ে ক্ষোভ এলাকা বাসির গলায়