বারাসাত ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী দেবব্রত পালের সমর্থনে প্রচারে রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। প্রচারে এসে জেলার ২৫ টি পৌরসভায় জয়ী হবে তৃণমূল দাবি বনমন্ত্রীর। বৃহস্পতিবার দুপুরে বারাসাত পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী দেবব্রত পাল এর সমর্থনে শেষদিনের প্রচারে এক বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করা হয়।
প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন রাজ্যের বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যান্ডপার্টি বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রাটি শুরু হয় লালি সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে এবং পরের বিস্তীর্ণ এলাকা পরিক্রমণ করে। প্রার্থীর প্রচারে এসে বনমন্ত্রীর দাবি, তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা দিকে দিকে জয়লাভ করবে।
জেলার পঁচিশটা পুরসভার নির্বাচনের২৫ টা তেই ব্যাপক ভোটে জয়লাভ করবে তৃণমূল। কোথাও কোন পৌরসভাতে বিজেপি কংগ্রেস সিপিএম একটা ওয়ার্ড জিততে পারে। সব জায়গাতেই মানুষের ব্যাপক সাড়া। ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী দেবব্রত পাল ভালো ছেলে কাজের ছেলে। প্রত্যাশা নয় দেবব্রত পাল জিতছে। জেলায় প্রতিষ্ঠিত জায়গাতেই বোর্ড গঠন তৃণমূল কংগ্রেস করবে.
আর ও পড়ুন প্রতিবন্ধী পরিবারের উপর মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ
সাংসদ অর্জুন সিং কে পচা মাল বলে শ্রীঘরে ঢোকানোর হুঁশিয়ারি দিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পৌর ভোট লুট হলে ইভিএম ভেঙ্গে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন সাংসদ অর্জুন সিং। এই প্রসঙ্গে বৃহস্পতিবার বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, অর্জুন সিং যে কথা বলেছে সেটা যদি করতে পারে তাহলে চ্যালেঞ্জ রইল ওকে প্রথমে শ্রীঘরে ঢোকানোর দায়িত্ব আমার। মুখে মারিতং জগৎ। কাজের বেলায় লবডঙ্কা।
তিনি আরো বলেন, যে দীর্ঘদিন মাস্তানি করে এসেছে, সে মাস্তানি থেকে বেরোতে পারছে না। সব সময় মাস্তানি কথাবার্তা, ভেঙে দেব, গুড়িয়ে দেবে চুরমার করে দেবো । কিন্তু কাজের বেলায় কিছুই না। নিজের ভগ্নিপতি ভাগ্নে ভাইপো দল ত্যাগ করে তৃণমূলে যোগদান করেছে। দুমাস তিন মাস অপেক্ষা করুন অর্জুন পুত্র আসবে তৃণমূলে। অর্জুন সিং কে পচা মাল বলে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, অর্জুন সিং পচা মাল, গন্ধ বেরোচ্ছে । এদের কেউ দলে নেয়, ফেলে দিতে হবে এদের রাস্তায়।