জয় দিয়ে শেষ ভারতের বিশ্বকাপ সফর! আজ সোমবার ভারত বনাম নামিবিয়ার লড়াই ছিল। এই ম্যাচে ভারত এগিয়ে থাকলেও কাজের কাজ হবে না এই ম্যাচ, সেটা জানা ছিল। টি২০ বিশ্বকাপ ২০২১-য়ে এটা ভারতের জন্য শুধু মাত্র একটি নিয়মরক্ষার ম্যাচ ছিল। এই ম্যাচে জিতে টি২০ বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারত। আজই শেষ ম্যাচ ভারতের। অধিনায়ক হিসাবে টি২০-তে শেষ ম্যাচ ছিল বিরাট কোহলির। একই সঙ্গে ভারতীয় দলের কোচ হিসাবে যাত্রা শেষ হল রবি শাস্ত্রীর। একই সঙ্গে ভারতীয় দলের কোচ হিসাবে যাত্রা শেষ হল রবি শাস্ত্রীর। গতকালই আফগানিস্তানকে নিউজিল্যান্ড হারিয়ে দেয়ায় শেষ চারের সম্ভাবনা শেষ হয়ে যায়। সেদিক থেকে ভারত-নামিবিয়ার ম্যাচ স্রেফ নিয়মরক্ষার।
তবে কোচ রবি শাস্ত্রি ও অধিনায়ক বিরাট কোহলি যুগের শেষটা রাঙিয়ে রাখতে মুখিয়ে ছিল ভারত। নামিবিয়ার বিপক্ষে সেটা অনায়াসেই করল তারা। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের দারুণ বোলিংয়ের পর রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ব্যাটে সুপার টুয়েলভের শেষ ম্যাচে ৯ উইকেটে জিতেছে ভারত। নামিবিয়ার ১৩২ রান তারা ছাড়িয়ে গেছে ২৮ বল বাকি থাকতে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সোমবার সুপার টুয়েলভের শেষ ম্যাচটি ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রি এবং টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে কোহলির এটাই ছিল শেষ ম্যাচ। ম্যাচের শুরুতে টস জিতে নামিবিয়াকে ব্যাট করার আমন্ত্রণ জানান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে শুরুটা ভালই ছিল নামিবিয়ার। কিন্তু বেশিক্ষণ ক্রিজে অবস্থান করা হয়নি ওপেনার মিচেল ভ্যান লিনগ্যানের। আউট হয়েছেন ব্যক্তিগত ১৫ রানে।
পরের উইকেটে খেলতে নেমে রানের দেখাই পাননি ক্রেইগ উইলিয়াম। আর আরেক ওপেনার স্টিফেন বার্ড আউট হন ২১ রানে। ভালো শুরুর পরও দ্রুত উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে নামিবিয়া। এরপর সময় গড়িয়েছে আর একের পর এক উইকেটের পতন ঘটেছে। ১২ রানে ফেরেন দলীয় অধিনায়ক জেরার্দ ইরাসমাস। এছাড়া ৫ রান করতে পেরেছেন লফটি ইয়াটন। এদিকে ব্যাট হাতে খুঁটি গেড়ে খেলতে থেকে দলীয় স্কোরটা কিছুটা বড় করার চেষ্টা চালিয়ে যান অলরাউন্ডার ডেভিড ওয়াইস। আউট হওয়ার পূর্বে করেছেন নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ২৬ রান। এছাড়া ৯ রানে স্মিট এবং শূন্যরানে ফেরেন জানে গ্রিন। আর শেষ পর্যন্ত খেলে গিয়ে ১৫ রানে ফ্রাইলিঙ্ক এবং ১৩ রানে ট্রাম্পলম্যান অপরাজিত থাকে।
ভারতের পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন রবিন্দ্রো জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। এছাড়া দুটি উইকেট পেয়েছেন জাস্প্রিত বুমরাহ। ছোট রান তাড়া করতে নেমে কোনো চাপই নেয়নি ভারত। ওপেনিং জুটিতে রোহিত শর্মা এবং লোকেশ রাহুল মিলে মাত্র ৫৯ বলে তুলেন ৮৬ রান। এর মধ্যেই অর্ধশতক পূর্ণ করে ফেলেন রোহিত। ফ্রাইলিঙ্কের বলে আউট হওয়ার আগে মাত্র ৩৭ বল খেলে করেন ৫৬ রান। তার ইনিংসটি ৭টি চার এবং ২টি ছয়ে সাজানো। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান আরেক ওপেনার লোকেশ রাহুল। এ সময় দুজন মিলে অপ্রতিরোধ্য ৫০ রানের জুটি গড়েন। এদিকে রোহিতের পর হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন রাহুলও। ৩৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। আর সূর্যকুমার অপরাজিত থাকেন ২৫ রানে।
আর ও পড়ুন ২০২২ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য
উল্লেখ্য, ১৩৬ রানে ১ উইকেটে শেষ হল ভারতীয় ক্রিকেট দলের ইনিংস। ৯ উইকেটে টি২০ বিশ্বকাপ ২০২১-র ম্যাচ জিতে নিলে ভারতীয় দল। নামিবিয়াকে ২৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ভারত। দুরন্ত হাফ-সেঞ্চুরি করলেন রোহিত শর্মা একই সঙ্গে হাফ সেঞ্চুরি করলেন লোকেশ রাহুলও। ৩৬ বলে ৫৪ রান করে অপরাজিত থাকলেন লোকেশ রাহুলও। ২৫ রানের অপরাজিত ইনিংস খেললেন সূর্যকুমার যাদব। প্রথম দুই ম্যাচে হার ফলে সেভাবে ভারতীয় দল এবারের মতো সেমিফাইনালে উঠতে পারল না। তবে পর পর তিন ম্যাচ জিতে শেষ হল ভারতের এই টি২০ বিশ্বকাপ সফর। একই সঙ্গে শেষ হল টি২০ আন্তর্জাতিকে বিরাট কোহলির অধিনায়কত্ব একই সঙ্গে শেষ হল কোচ রবি শাস্ত্রীর ইনিংসও। কোচ হিসাবে ভারতীয় ড্রেসিং রুমে তাঁর শেষ দিন ছিল সোমবার।