জয়রামবাটি মাতৃ মন্দিরে পালিত হল জগদ্ধাত্রী পুজো

জয়রামবাটি মাতৃ মন্দিরে পালিত হল জগদ্ধাত্রী পুজো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জয়রামবাটি

জয়রামবাটি মাতৃ মন্দিরে পালিত হল জগদ্ধাত্রী পুজো। ভক্তি , শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে বাঁকুড়ার জয়রামবাটিতে পালিত হল জগদ্ধাত্রী পুজো । শুক্রবার মা সারদার স্মৃতি বিজড়িত এই জগদ্ধাত্রী পুজো দেখতে জয়রামবাটি মাতৃমন্দিরে ভিড় জমান অসংখ্য পূন্যার্থী ।

 

তবে এদিন মন্দিরের ভেতরে অত্যন্ত কঠোর ভাবে মেনে চলা হয়েছে করোনা বিধি । মাতৃ মন্দিরের তরফে বেঁধে দেওয়া নির্দিষ্ট সূচী অনুযায়ী পূন্যার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারলেও সীমিত সময়ের জন্য পুজো দেখার সুযোগ পেয়েছেন পূন্যার্থীরা ।

 

মাতৃ মন্দির সূত্রে জানা যায় এদিন মন্দিরের গর্ভ গৃহের সামনের নাটমন্দিরে মন্ডপ তৈরি করে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে তিথি মেনে পরপর সপ্তমী , অষ্টমী ও নবমীর পুজো করা হয় । ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয় পুজো । কথিত আছে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে মা সারদার মা হস্যামাসুন্দরী দেবী নিজের বাড়িতে জগদ্ধাত্রী পুজোর সূচনা করেছিলেন ।

 

আর ও পড়ুন  গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক চিতাবাঘের

 

শ্যামাসুন্দরী দেবীর মৃত্যুর পর দীর্ঘদিন এই পুজো নিজে হাতে পরিচালনা করেছিলেন মা সারদা । বর্তমানে মাতৃ মন্দিরের সন্যাসীরা এই পুজো করে আসছেন । শোনা যায় একসময় জয়রামবাটিতে দুর্গা পুজোর প্রচলন ছিল না । সেসময় এই জগদ্ধাত্রী পুজোতে নিজের বাপের বাড়ি জয়রামবাটিতে হাজির থাকতেন মা সারদা । নিজের জীবনের শেষ বছরও এই জগদ্ধাত্রী পুজোয় অংশ নিয়েছিলেন মা সারদা ।

 

উল্লেখ্য,  জয়রামবাটি মাতৃ মন্দিরে পালিত হল জগদ্ধাত্রী পুজো। ভক্তি , শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে বাঁকুড়ার জয়রামবাটিতে পালিত হল জগদ্ধাত্রী পুজো । শুক্রবার মা সারদার স্মৃতি বিজড়িত এই জগদ্ধাত্রী পুজো দেখতে জয়রামবাটি মাতৃমন্দিরে ভিড় জমান অসংখ্য পূন্যার্থী ।তবে এদিন মন্দিরের ভেতরে অত্যন্ত কঠোর ভাবে মেনে চলা হয়েছে করোনা বিধি । মাতৃ মন্দিরের তরফে বেঁধে দেওয়া নির্দিষ্ট সূচী অনুযায়ী পূন্যার্থীরা মন্দিরে প্রবেশ করতে পারলেও সীমিত সময়ের জন্য পুজো দেখার সুযোগ পেয়েছেন পূন্যার্থীরা ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top