Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
উত্তরবঙ্গে (Northbengal) ধুয়ে মুছে সাফ বিজেপি, তৃণমূলের জয় জয়াকার

উত্তরবঙ্গে ধুয়ে মুছে সাফ বিজেপি, তৃণমূলের জয় জয়াকার

উত্তরবঙ্গে ধুয়ে মুছে সাফ বিজেপি, তৃণমূলের জয় জয়াকার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
জয়াকার

উত্তরবঙ্গে ধুয়ে মুছে সাফ বিজেপি, তৃণমূলের জয় জয়াকার । ২০১৯ সালের  লোকসভা ভোটে উত্তরবঙ্গে যে প্রভাব  রেখেছিল বিজেপি, এবারে তা ধুয়েমুছে সাফ হয়ে গেল পুরভোটে। পুরভোটে উত্তরবঙ্গে ‘‌শেষ’‌ করে দিল বিজেপিকে। উত্তরবঙ্গের ৭টি জেলার মধ্যে দার্জিলিং জেলার একমাত্র দার্জিলিং পুরসভা দখল করেছে হামরো পার্টি। পাহাড়ে দাঁত ফোটাতে পারেনি রাজ্যের শাসক দল। বাকি ৬ জেলাতেই তৃণমূলের জয়জয়কার।

 

আলিপুরদুয়ার জেলায় আলিপুরদুয়ার ও ফালাকাটা পুরসভা জিতে নিয়েছে তৃণমূল। কোচবিহার জেলায় আবার রয়েছে ৬টি পুরসভা। তার মধ্যে হলদিবাড়ি পুরসভা বিরোধীশূন্য। ১১টি আসনই জিতে নিয়েছে ঘাসফুল শিবির। ১২ ওয়ার্ডের মাথাভাঙা পুরসভাও বিরোধীশূন্য। সবকটি আসনই পেয়েছে রাজ্যের শাসক দল। মেখলিগঞ্জ পুরসভার সবকটিই জিতেছে তৃণমূল। তুফানগঞ্জও বিরোধীশূন্য। ১২টি ওয়ার্ডই তৃণমূলের। কোচবিহারে আবার বামেরা দুটি আসন পেয়েছে। ২০ ওয়ার্ডের কোচবিহার পুরসভায় ১৪টি পেয়েছে তৃণমূল। ১৬ ওয়ার্ডের দিনহাটা পুরসভাতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে তৃণমূল।

 

জলপাইগুড়ি জেলার ৩ পুরসভার মধ্যে জলপাইগুড়ি, মাল ও ময়নাগুড়ি–তিনটি পুরসভাই জিতেছে তৃণমূল। ২৫ ওয়ার্ডের জলপাইগুড়ি পুরসভার মধ্যে ২২টিই পেয়েছে তৃণমূল। বামেরা ১টি। কংগ্রেস পেয়েছে দুটি। আবার মাল পুরসভায় ১৫টির মধ্যে ১৪টিই তৃণমূলের দখলে। বিজেপি এখানে পেয়েছে একটি আসন। ১৭ ওয়ার্ডের ময়নাগুড়ি পুরসভায় ১৬ ওয়ার্ডেই ঘাসফুল জয়ী।

 

মালদা জেলার দুটি পুরসভাই জিতেছে তৃণমূল। ২৯ ওয়ার্ডের ইংরেজবাজার পুরসভায় তৃণমূল পেয়েছে ২৫ আসন। বিজেপি পেয়েছে মাত্র তিনটি। পুরাতন মালদা পুরসভার ২০ ওয়ার্ডের মধ্যে ১৭টি পেয়েছে তৃণমূল। বিজেপি পেয়েছে দুটি।

 

আর ও পড়ুন     প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করে কুলতলি থানায় আত্মসমর্পণ প্রেমিকের

 

উত্তর দিনাজপুরের তিনটি পুরসভাও তৃণমূলের দখলে। ১৬ ওয়ার্ডের ডালখোলা পুরসভায় তৃণমূল পেয়েছে ১২ আসন। ইসলামপুর পুরসভার ১৭ ওয়ার্ডের মধ্যে তৃণমূল পেয়েছে ১১ আসন। বিজেপি পেয়েছে মাত্র ২ আসন। ১৭ ওয়ার্ডের কালিয়াগঞ্জ পুরসভার ১০টি ওয়ার্ড জিতেছে তৃণমূল। বিজেপি পেয়েছে ৬ আসন।

 

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও গঙ্গারামপুর পুরসভাও জিতেছে তৃণমূল। তারমধ্যে ১৮ ওয়ার্ডের গঙ্গারামপুর পুরসভা বিরোধীশূন্য। আবার ২৫ ওয়ার্ডের বালুরঘাট পুরসভায় তৃণমূল পেয়েছে ২৩ আসন। দুটি পেয়েছে বামফ্রন্ট। , ধুয়েমুছে সাফ বিজেপি সহ বাকি বিরোধীরা।

 

রবীন্দ্রনাথ ঘোষ, কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর মতো হেভিওয়েটরা জিতেছেন। বিধানসভার ভোটে বিজেপির কাছে হারলেও এবার ইংরেজবাজার পুরসভায় তৃণমূলকে জিতিয়ে এনেছেন কৃষ্ণেন্দু। বলে দিচ্ছেন, ‘‌এই জয় মমতা ব্যানার্জির জয়।’‌

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top