আন্দোলনে নামলো জয়েন্ট ফোরাম অব ট্রেড ইউনিয়ন্স এর শিলিগুড়ি ইউনিটের সদস্যরা। বিভিন্ন দাবী নিয়ে আন্দোলনে নামলো জয়েন্ট ফোরাম অব ট্রেড ইউনিয়ন্স এর শিলিগুড়ি ইউনিটের সদস্যরা। হিলকার্ট রোড লাগোয়া বীমা অফিসে একত্রিত হয়ে শুক্রবার এই বিক্ষোভ দেখানো হয়। তাদের এই আন্দোলনকে সমর্থন করছেন কয়েকটি সংগঠন।
সারাভারত বীমা কর্মচারী তথা জয়েন্ট ফোরাম সংগঠনের নেতা সুব্রত ঘোষ বলেন, তাদের একাধিক বিমা শিল্পের সংগঠন রয়েছে। সেই সংগঠনের সদস্যদের নিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। বেশ কিছুদিন ধরেই তারা একটি জয়েন্ট ফোরাম তৈরী করেছেন। তাদের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবিগুলি আদায় করার জন্য। সেই দাবি গুলির মধ্যে রয়েছে, চার বছরের বেশি সময় হয়ে গেল, অথচ এখনও ওয়েস্ট সেটেলমেন্ট হয়নি।
নিয়ম অনুযায়ী, প্রতি ৫বছর অন্তর তাদের ওয়েস্ট সেটেলমেন্ট হয়। ২০১৭-র ১লা আগস্ট থেকে তা আটকে রয়েছে। বর্তমান সরকারের নানা টালবাহানার কারণে এখনও পর্যন্ত ২০১৭ থেকে ২০২২-এর জানুয়ারি হয়ে গেল, অথচ তাদের এই সেটেলমেন্ট হয়নি। এছাড়াও, সরকারি নীতির কারণে বেসরকারি প্রতিষ্ঠানের জেনারেল ইনস্যুরেন্স গুলো ধুঁকছে। সরকারি নীতির কারণে এই ইন্ডাস্ট্রিটা, এমন একটা জায়গায় যাচ্ছে, যে সরকার কোনো কারণ ছাড়া এটিকে প্রাইভেট করার পরিকল্পনা করছে।
আর ও পড়ুন মালদা পুরভোটের মুল ইস্যু জলা জমি ভরাট বন্ধ করা
উল্লেখ্য, আন্দোলনে নামলো জয়েন্ট ফোরাম অব ট্রেড ইউনিয়ন্স এর শিলিগুড়ি ইউনিটের সদস্যরা। বিভিন্ন দাবী নিয়ে আন্দোলনে নামলো জয়েন্ট ফোরাম অব ট্রেড ইউনিয়ন্স এর শিলিগুড়ি ইউনিটের সদস্যরা। হিলকার্ট রোড লাগোয়া বীমা অফিসে একত্রিত হয়ে শুক্রবার এই বিক্ষোভ দেখানো হয়। তাদের এই আন্দোলনকে সমর্থন করছেন কয়েকটি সংগঠন।সারাভারত বীমা কর্মচারী তথা জয়েন্ট ফোরাম সংগঠনের নেতা সুব্রত ঘোষ বলেন, তাদের একাধিক বিমা শিল্পের সংগঠন রয়েছে। সেই সংগঠনের সদস্যদের নিয়ে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। বেশ কিছুদিন ধরেই তারা একটি জয়েন্ট ফোরাম তৈরী করেছেন।
তাদের দীর্ঘদিনের যে দাবি, সেই দাবিগুলি আদায় করার জন্য। সেই দাবি গুলির মধ্যে রয়েছে, চার বছরের বেশি সময় হয়ে গেল, অথচ এখনও ওয়েস্ট সেটেলমেন্ট হয়নি। নিয়ম অনুযায়ী, প্রতি ৫বছর অন্তর তাদের ওয়েস্ট সেটেলমেন্ট হয়। ২০১৭-র ১লা আগস্ট থেকে তা আটকে রয়েছে। বর্তমান সরকারের নানা টালবাহানার কারণে এখনও পর্যন্ত ২০১৭ থেকে ২০২২-এর জানুয়ারি হয়ে গেল, অথচ তাদের এই সেটেলমেন্ট হয়নি। এছাড়াও, সরকারি নীতির কারণে বেসরকারি প্রতিষ্ঠানের জেনারেল ইনস্যুরেন্স গুলো ধুঁকছে। সরকারি নীতির কারণে এই ইন্ডাস্ট্রিটা, এমন একটা জায়গায় যাচ্ছে, যে সরকার কোনো কারণ ছাড়া এটিকে প্রাইভেট করার পরিকল্পনা করছে।