জয়ের কারিগর দলের নেতা ও কর্মীদের কুর্নিশ জানালেন জয়ী কাউন্সিলররা। খড়্গপুরে পুরভোটে জয়ী কাউন্সিলররা কুর্নিশ জানালেন জয়ের কারিগর দলের নেতা ও কর্মীদের । এই পুরসভার ৩৫ টি আসনের মধ্যে তৃণমূল একাই পেয়েছে ২০ টি আসন । বিজেপি ও কংগ্রেস পেয়েছে ৬ টি করে , সিপিএম পেয়েছে ২ টি , নির্দল পেয়েছে ১ টি আসন । একসময়ের দিলীপ ঘোষের গড় হিসেবে পরিচিত এই খড়্গপুর হয়ে উঠেছিল বিজেপি বিধায়ক হিরন চ্যাটার্জির গড় হিসেবে । সেখান থেকে জয় ছিনিয়ে আনা মোটেই সহজ কাজ ছিল না । অক্টোবর মাস থেকেই খড়্গপুর পুনরুদ্ধারে নেমে পড়েন পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল নেতারা ।
রাজ্যের মন্ত্রী তথা সবং এর বিধায়ক মানস ভূঁইয়ার নেতৃত্বে তৃণমূলের মেদিনীপুর সংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা , বিধায়ক অজিত মাইতি,দিনেন রায় ও তৃণমূল যুব কংগ্রেসের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ সিংহ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতারা লাগাতার বুথ ভিত্তিক কর্মীসভা থেকে মিছিল করেছেন ।কর্মীদের মনোবল চাঙ্গা করেছেন । খড়্গপুরের মানুষের মন বুঝেছেন । দিনের পর দিন প্রান্তিক মানুষের ওপর রেলের অত্যাচার এর বিরুদ্ধে সরব হয়েছেন ।
এজন্য সাফল্যও মিলেছে । মানস ভুইঁয়া জানান , একদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন আর একদিকে রেল তথা কেন্দ্রের বিজেপি সরকারের অনুন্নয়নের ছবি তাঁরা পাশাপাশি মানুষের সামনে তুলে ধরেছেন । সেভাবেই দিক নির্দেশ করা হয়েছিল । এতেই সাফল্য এসেছে । জেলা সভাপতি সুজয় হাজরা জানান , লড়াই কঠিন ছিল তবে তৃণমূলের এই জয় নিশ্চিত ছিল । ২০১৬ সাল থেকে বিধায়ক থেকে সাংসদ ফের বিধায়ক সব বিজেপির । অথচ কোনো উন্নয়ন তাঁদের কাছ থেকে পাননি খড়্গপুরের মানুষ । ৬ নম্বর ওয়ার্ডে ২২৩৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিদায়ী চেয়ারম্যান প্রদীপ সরকার ।
আর ও পড়ুন ট্রাভেল এজেন্সি খুলে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা
১৮ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন নিহত যুব তৃণমূল নেতা শ্রীনু নাইডুর স্ত্রী এ পূজা। দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বিজেপি নেতা দীপসোনা ঘোষকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের রাজেন্দ্র প্রসাদ গুপ্তা । তাঁরা জানান , এই জয়ের কারিগর দলের নেতা ও কর্মীরা । ৩১ নম্বর ওয়ার্ডে বিজেপির মমতা দাস মাত্র ৬৮ টি ভোটে জয়ী হয়েছেন। আবার গতবারে তৃণমূল পেয়েছিল ১৪ টি আসন । বিজেপির ৫ ও কংগ্রেসের ২ কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় পুরবোর্ড গড়ে তৃণমূল । এবারের লড়াই কিছুটা কঠিন ছিল ।
২০১৬ বিধানসভা নির্বাচনে খড়্গপুর আসনে জয়ী হন বিজেপির দিলীপ ঘোষ । ২০১৯ এর লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে জয়ী হন তিনি । খড়্গপুর বিধানসভা এই লোকসভার অন্তর্গত । ২০২১ এর বিধানসভা নির্বাচনে এই আসনে জয়ী হন বিজেপির হিরন চ্যাটার্জি । তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন তৃণমূলের প্রদীপ সরকার। তিনি হেরে যান । পরে দল তাঁকে প্রশাসক বোর্ডের চেযারম্যান করে । এবারের পুরভোটে খড়্গপুরের ৩৩ নম্বর থেকে প্রার্থী হয়ে জয়ী হন বিজেপি বিধায়ক হিরন ।
যদিও জয়ের ব্যবধান মাত্র ১০৮ টি ভোট । গত ৩ মাস ধরে মাটি কামড়ে পড়েছিলেন খড়্গপুরে । আশা ছিল তাঁর নেতৃত্বে খড়্গপুরে পুরভোটে ভালো ফল করবে বিজেপি । তা হয়নি। ফলাফল গতবারের থেকেও খারাপ হয়েছে । গতবারে ৭ টি ওয়ার্ড ছিল বিজেপির । এবারে কমে হয়েছে ৬ টি । ৩৩ নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী জহর পালকে হারিয়ে জয়ী হয়েছেন বিজেপি বিধায়ক হিরন চ্যাটার্জি ।
বিজেপির অনুশ্রী বেরা ২৬ নম্বর ওয়ার্ডে জয় ধরে রেখেছেন । তিনি গতবারও জয়ী হয়েছিলেন । এই একটি মাত্র ওয়ার্ড ছাড়া আগের জয়ী হওয়া ওয়ার্ড গুলি হাতছাড়া হয়েছে বিজেপির । পুরভোটের প্রাক্কালে দেখা গেছে বিজেপির সাংসদ তথা সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এর সঙ্গে সংঘাতের জেরে দুজনকে কখনোই একই প্রচারে দেখা যায়নি। দিলীপ ঘোষ ও হিরন দুজনই চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন এবার খড়্গপুরের পুরবোর্ড দখল করবে বিজেপি । ৩৫ আসনের এই পুরসভায় ম্যাজিক ফিগারের ধারে কাছে পৌঁছাতে পারেনি বিজেপি ।