জয় আর্জেন্তিনার, ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা

জয় আর্জেন্তিনার, ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৭জুলাই ২০২১: ফাইনাল হোক ব্রাজিল বনাম আর্জেন্তিনার এটাই চেয়েছিল ফুটবল প্রেমীর একাংশ। সেটাই হল। বুধবারের ম্যাচে টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার ফাইনালে মেসিরা। অপেক্ষা এবার ফাইনালের।কলম্বিয়া বরাবরই লাতিন ফুটবলে অন্যতম শক্তি। ম্যাচের মাত্র ৭ মিনিটে মেসির পাস থেকে লতারো মার্টিনেজের গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা।

https://twitter.com/CopaAmerica/status/1412614738819928066?s=19

পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা শুরু করে কলম্বিয়া। প্রথমার্ধেই বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরিও করে তাঁরা। কিন্তু আর্জেন্তিনার জালে বল জড়াতে পারেননি।প্রথমার্ধের ফল ১-০ থাকার পর দ্বিতীয়ার্ধে অন্য কলম্বিয়া। একমাত্র মেসি ছাড়া কলম্বিয়ার জমাট মাঝমাঠে পাসিং ফুটবলের কাছে সবাই কাবু। ম্যাচের ৬১ মিনিটে সমতায় ফেরে কলম্বিয়া। গোলদাতা ডায়াজ।চাপ বাড়তে থাকে নীল-সাদা জার্সির উপর। কাউন্টার অ্যাটাকে ডি মারিয়া যা গোলের সুযোগ পেয়েছিলেন, সেখান থেকে হেলায় বাইরে মেরে সুযোগ হাতছাড়া করলেন।

https://twitter.com/CopaAmerica/status/1412612730343809026?s=19

একা মেসি ছাড়া দ্বিতীয়ার্ধে নীল-সাদা জার্সিতে কাউকে খুঁজে পাওয়া যায়নি। নির্ধারিত সময়ে ম্যাচ শেষ হয় ১-১ গোলে।এই বছরের কোপায় নিয়ম হয়েছে, ম্যাচের ফয়সালা ৯০ মিনিটে না হলে, তা সোজা যাবে টাইব্রেকারে। ইজুরি টাইমের কোনও খেলা হবেনা নকআউটে। সেখানেই শেষ হয়ে যায় কলম্বিয়ার যাবতীয় স্বপ্ন। ৫টি শটের মধ্যে ৩টিতেই গোল করতে ব্যর্থ কলম্বিয়া।পেনাল্টি শ্যুটআউটে এদিন গোল করেন মেসি।৩-২ গোলে টাইব্রেকারে জিতে ফাইনালে আর্জেন্তিনা।অপেক্ষা এবার রবিবাার মেগা ফাইনালের জন্য। ব্রাজিল বনাম আর্জেন্তিনায় কোপা আমেরিকার কাপ কার কাছে যাবে সেটাই দেখতে মরিয়া হয়ে বসে রয়েছেন ফুটবলপ্রেমীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top