নিজস্ব সংবাদদাতা,মহিষাদল , ১৭ ই জুন :জয় শ্রীরাম বলায় ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মীকে আঘাত। আহত বিজেপি কর্মীকে ভর্তি করা হয় মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে। রবিবার মহিষাদলের জগৎপুরে বাসিন্দা অসিত দাসের ভাগ্না ধীরাজ পালই জয় শ্রীরাম বলায় তার ওপর হামলা চালায় বলে অভিযোগ ।স্থানীয় তৃণমূল নেতা ছবিলাল দাসের নেতৃত্বে বেশ কয়েক জন তৃণমূল সমর্থক ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয় ধীরাজের ওপরে। ঘটনাস্থলে অসিত দাস প্রতিবাদ করতে গেলে ধারালো কাটারি দিয়ে তাকে কোপ লাগায় দুস্কৃতিরা।এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে মহিষাদল থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে*
জয় শ্রীরাম বলায় ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মীকে আঘাত
জয় শ্রীরাম বলায় ধারালো অস্ত্র দিয়ে বিজেপি কর্মীকে আঘাত
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram