ঝটিকা সফরে নবদ্বীপে তৃণমূল কংগ্রেস তারকা সাংসদ লাবলি মৈত্র

ঝটিকা সফরে নবদ্বীপে তৃণমূল কংগ্রেস তারকা সাংসদ লাবলি মৈত্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নবদ্বীপে ঝটিকা সফরে তারকা তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। শুক্রবার নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোরামা তলায় এদিন আনুমানিক বিকেল চারটে সময় আসেন তৃণমূল তারকা বিধায়ক লাভলি মৈত্র। প্রথমে তিনি পোড়ামা মন্দিরে পুজো দেন, পরে ভবতারিণী মন্দিরেও দর্শন করে ও পুজো দেয়। সেই সাথে পোড়াম প্রাঙ্গনে স্থানীয় দোকানেও সাধারন মানুষের সাথে মিশে কেনা কাটা করতেও দেখা যায় তাকে।

 

উল্লেখ্য এদিন তিনি মূলত পূব বর্ধমানের পূর্বস্থলী ১নম্বর ব্লকের শ্রীরামপুরে তন্তুজে আসেন, লাভলি মৈত্র ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ অনেকে। এরপর তিনি নবদ্বীপে এসে পোড়াম তলায় পুজো দিয়ে জাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নবদ্বীপে তিনি আগেও এসেছেন, আবার আসলে মা কে পুজো দিলেন তার খুব ভাল লেগেছে।

 

পাশাপাশি তিনি বলেন করোনা কাটিয়ে এবার স্বাভাবিক ছন্দে ফিরছে দুর্গা পুজো, সকলের পুজো ভাল কাটুক। তিনি নবদ্বীপ তথা রাজ্য বাসীকে দুর্গা পুজো তথা শারদীয়ার আগাম শুভেচ্ছাও জানান। এদিন তারকা বিধায়িকাকে দেখতে পোড়ামা প্রাঙ্গনে সাধারণ মানুষের ভীর ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি সাধারণ মানুষের আবদার মেনে নিজস্বী তোলেন তৃণমূল কংগ্রেস তারকা সাংসদ লাভলি মৈত্র।

আরও পড়ুন – জেলার দাবিতে বিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

উল্লেখ্য, নবদ্বীপে ঝটিকা সফরে তারকা তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। শুক্রবার নবদ্বীপ শহরের প্রাণকেন্দ্র পোরামা তলায় এদিন আনুমানিক বিকেল চারটে সময় আসেন তৃণমূল তারকা বিধায়ক লাভলি মৈত্র। প্রথমে তিনি পোড়ামা মন্দিরে পুজো দেন, পরে ভবতারিণী মন্দিরেও দর্শন করে ও পুজো দেয়। সেই সাথে পোড়াম প্রাঙ্গনে স্থানীয় দোকানেও সাধারন মানুষের সাথে মিশে কেনা কাটা করতেও দেখা যায় তাকে।

 

উল্লেখ্য এদিন তিনি মূলত পূব বর্ধমানের পূর্বস্থলী ১নম্বর ব্লকের শ্রীরামপুরে তন্তুজে আসেন, লাভলি মৈত্র ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ অনেকে। এরপর তিনি নবদ্বীপে এসে পোড়াম তলায় পুজো দিয়ে জাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, নবদ্বীপে তিনি আগেও এসেছেন, আবার আসলে মা কে পুজো দিলেন তার খুব ভাল লেগেছে।

 

পাশাপাশি তিনি বলেন করোনা কাটিয়ে এবার স্বাভাবিক ছন্দে ফিরছে দুর্গা পুজো, সকলের পুজো ভাল কাটুক। তিনি নবদ্বীপ তথা রাজ্য বাসীকে দুর্গা পুজো তথা শারদীয়ার আগাম শুভেচ্ছাও জানান। এদিন তারকা বিধায়িকাকে দেখতে পোড়ামা প্রাঙ্গনে সাধারণ মানুষের ভীর ছিল চোখে পড়ার মতো। পাশাপাশি সাধারণ মানুষের আবদার মেনে নিজস্বী তোলেন তৃণমূল কংগ্রেস তারকা সাংসদ লাভলি মৈত্র।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top