ঝড়ের বলি কোচবিহারে দুই । রবিবার সন্ধ্যায় কাল বৈশাখী ঝড়ে তছনছ করে দিলো কোচবিহারের ১ নং ব্লকের টাপুরহাট, সুকটাবাড়ি, মোয়ামারি, সহ বিস্তীর্ণ এলাকা। ঝড়ের কবলে পড়ে মৃত্যু হয়েছে দুজনের আহত শতাধিক। আহতদের কুচবিহার এম. জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছে ২ জনের ।কোচবিহার ১ ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট আঠারোকোটার জাহাঙ্গীর আলম বয়স (১৯) ঘূর্ণিঝড়ে ছিটকে আসা টিনের আঘাতে মারা যায় বলে জানা গিয়েছে।অপর মৃত বেক্তি শুকটাবাড়ির বাসিন্দা ।
আর ও পড়ুন তোলা না দেওয়ায় ব্যবসায়ীদের ওপর দুষ্কৃতী হামলা
ঘটনাস্থলে জেলা প্রশাসনের পদস্থ কর্তারা সহ দমকল কর্মী, পুলিশ প্রশাসন ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা রয়েছেন। আহতদের উদ্ধার করে পাঠানো হচ্ছে কোচবিহার এম. জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালে । এখনো পর্যন্ত ৩৯ জন আহত কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লেখ্য, ঝড়ের বলি কোচবিহারে দুই । রবিবার সন্ধ্যায় কাল বৈশাখী ঝড়ে তছনছ করে দিলো কোচবিহারের ১ নং ব্লকের টাপুরহাট, সুকটাবাড়ি, মোয়ামারি, সহ বিস্তীর্ণ এলাকা। ঝড়ের কবলে পড়ে মৃত্যু হয়েছে দুজনের আহত শতাধিক। আহতদের কুচবিহার এম. জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ঘূর্ণিঝড়ে মৃত্যু হয়েছে ২ জনের ।কোচবিহার ১ ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েত এলাকার ছোট আঠারোকোটার জাহাঙ্গীর আলম বয়স (১৯) ঘূর্ণিঝড়ে ছিটকে আসা টিনের আঘাতে মারা যায় বলে জানা গিয়েছে।অপর মৃত বেক্তি শুকটাবাড়ির বাসিন্দা । ঘটনাস্থলে জেলা প্রশাসনের পদস্থ কর্তারা সহ দমকল কর্মী, পুলিশ প্রশাসন ও ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা রয়েছেন। আহতদের উদ্ধার করে পাঠানো হচ্ছে কোচবিহার এম. জে.এন মেডিকেল কলেজ ও হাসপাতালে । এখনো পর্যন্ত ৩৯ জন আহত কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।