ঝাঁসিতে হোটেলে প্রেমিকের সঙ্গে স্ত্রী, স্বামীর হাতে ধরা পড়ে ভাইরাল ভিডিও

ঝাঁসিতে হোটেলে প্রেমিকের সঙ্গে স্ত্রী, স্বামীর হাতে ধরা পড়ে ভাইরাল ভিডিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

ভাইরাল- উত্তরপ্রদেশের ঝাঁসিতে হোটেলে প্রেমিকের সঙ্গে একান্ত সময় কাটাতে গিয়েছিলেন এক স্ত্রী। কিন্তু তাঁর স্বামী পিছু নিয়ে সেই হোটেলে পৌঁছে যান এবং দু’জনকে হাতেনাতে ধরে ফেলেন। চিৎকার-চেঁচামেচার মধ্যেই হোটেল চত্বরে ভিড় জমে যায়। এই চাঞ্চল্যকর ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, হোটেলে প্রেমিকের সঙ্গে সময় কাটাচ্ছিলেন ওই স্ত্রী। স্বামী ধাওয়া করে গিয়ে যুগলকে হোটেল থেকে বের করেন। পোশাক পরতে পরতে বেরিয়ে আসেন বধূ, এরপর শুরু হয় বাগ্‌বিতণ্ডা। বধূ দাবি করেন, স্বামী দু’বছর ধরে তাঁর সঙ্গে থাকেননি, তাই একাকিত্ব কাটাতে তিনি প্রেমে জড়িয়েছেন। কিন্তু উপস্থিত সকলের প্রশ্নবাণে জর্জরিত হয়ে পড়েন তিনি।
ভিডিওটি শেয়ার করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই হাজার হাজার মানুষ এটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বইছে। নেটাগরিকদের প্রতিক্রিয়া মিশ্র—অনেকে মজা করছেন, অনেকে স্বামীর মানসিক অবস্থার প্রতি সহমর্মিতা জানাচ্ছেন। কেউ বধূর নিন্দা করেছেন, আবার কেউ তাঁর অবস্থার পক্ষে মত দিয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ কেমন অসভ্যতা! পরকীয়ার ঘটনা দিন দিন বেড়ে চলেছে।’’, আরেকজন মজা করে বলেছেন, ‘‘এই সব মজা দেখার জন্যই তো সমাজমাধ্যমে থাকা।’’, কেউ লিখেছেন, ‘‘স্বামী যদি দু’বছর ধরে সঙ্গে না থাকে, তা হলে বধূর অন্য অবলম্বনকে আঁকড়ে ধরা কি অন্যায়?’’

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top