মুর্শিদাবাদ: লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে মুর্শিদাবাদের সুতি থানার শাহজাদপুর এলাকা। দিন কয়েক ধরে ঝাড়খণ্ডে টানা বৃষ্টি চলছে। সেই পাহাড়ি অঞ্চলের জল মুরারই বাসলয় হয়ে প্রবেশ করছে মুর্শিদাবাদের সুতি থানার বিভিন্ন অংশে, যার সরাসরি প্রভাব পড়েছে সুতি ১ নম্বর ব্লকের উমদাপুর গ্রাম পঞ্চায়েতের শাহজাদপুর গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার প্রধান রাস্তাটি—শাহজাদপুর থেকে কেবি রোডের সংযোগকারী পথ—জলমগ্ন হয়ে পড়েছে। ফলে ওই রাস্তা ব্যবহার করে যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছে। পথচারী ও গাড়ি চলাচল দুই-ই ব্যাহত।
বাসিন্দারা জানিয়েছেন, প্রতি বছরই বর্ষার মরসুমে ঝাড়খণ্ডের পাহাড়ি জল এসে পড়ে এই অঞ্চলে। তবে এবার বর্ষার শুরুতেই পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। “এই রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় স্কুলপড়ুয়া থেকে বাজারযাত্রী—সবাই সমস্যায় পড়েছেন,” জানালেন এক স্থানীয় বাসিন্দা।
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জলনিকাশি ও প্রতিরোধমূলক কোনও স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে প্রতিবছরই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাদের। প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
