কলকাতা- আচমকা ভেঙে পড়ল ঝাড়খণ্ডের সরকারি হাসপাতালে একাংশ। শনিবার জামশেদপুরের শাকচির এজিএস হাসপাতালে এই দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। ডিসি অনন্যা মিত্তল জানিয়েছেন, ‘বিকেল ৪টে নাগাদ হাসপাতাল করিডরের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে পৌঁছয় উদ্ধারকারী দল।’ জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।ধ্বংসস্তূপ থেকে ১২ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসা চলাকালে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। মিত্তল জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। মৃতদের পরিবারপিছু এককালীন ৫ লক্ষ টাকা এবং জখমদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে ঝাড়খণ্ড সরকার।
ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি বলেন, দুর্ঘটনার খবর পেয়েই স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবকে নিয়ে তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে উদ্ধারের কাজে এনডিআরএফকে যুক্ত করা হয়। এদিকে ঘটনার জন্য রাজ্য সরকারকে দায়ী করেছেন বিজেপি নেতা প্রতুল শাহ। তিনি বলেন, ‘এটা একটা দুঃখজনক ঘটনা। তবে এটাকে কোনও দুর্ঘটনা বলে মনে করি না। মুখ্যমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, বাড়িটি ভগ্নপ্রায় ছিল। এরপরেও কেন সেখানে চিকিৎসা চলছিল? কেন মেরামত করা হয়নি?’
