ঝাড়গ্রামে ২০০ লিটার চোলাই দেশি মদ উদ্ধার।গোপন সুত্রে খবর পেয়ে সোমবার ৬ নম্বর জাতীয় সড়ক এর বলিভাসা এলাকা থেকে ২০০ লিটার চোলাই দেশি মদ উদ্ধার করল ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তর । সোমবার কলকাতা মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়কে ঝাড়গ্রামের বালিভাসার কাছে একটি পিকআপভ্যানকে আটক করে তল্লাশি চালায় আবগারি দপ্তরের পুলিশ অফিসার ।
তল্লাশি চালানোর সময় পিকআপভ্যানের ভেতর থেকে প্রায় বেআইনি ভাবে নিয়ে যাওয়া ২০০ লিটার চোলাই দেশি মদ উদ্ধার হয় । ওই ঘটনায় আটক করা হয়েছে গাড়ি সহ গাড়ির চালককে । এদিন ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তরের সুপার অনির্বাণ সান্যাল বলেন, বিশেষ মাধ্যমে খবর ছিল কেশিয়াড়ি থেকে একটি পিকআপভ্যানে করে বেআইনি চোলাই মদ আসছে বালিভাসায় হাটে।
পিকআপভ্যানের নাম্বারও ছিল আমাদের কাছে । সেই মতো পিকআপভ্যানটি বালিভাসা পৌছতেই আটক করা হয় । তারপর তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে প্রায় ২০০ লিটার বেআইনি চোলাই দেশি মদ উদ্ধার হয় । গাড়ির চালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে । এই চোলাই মদ কারবারের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে ঝাড়গ্রাম জেলার আবগারি দফতরের আধিকারিক জানান।
আর ও পড়ুন বিজেপির বিকল্প তৃণমূল, বোঝালেন মমতা
উল্লেখ্য, ঝাড়গ্রামে ২০০ লিটার চোলাই দেশি মদ উদ্ধার।গোপন সুত্রে খবর পেয়ে সোমবার ৬ নম্বর জাতীয় সড়ক এর বলিভাসা এলাকা থেকে ২০০ লিটার চোলাই দেশি মদ উদ্ধার করল ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তর । সোমবার কলকাতা মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়কে ঝাড়গ্রামের বালিভাসার কাছে একটি পিকআপভ্যানকে আটক করে তল্লাশি চালায় আবগারি দপ্তরের পুলিশ অফিসার । তল্লাশি চালানোর সময় পিকআপভ্যানের ভেতর থেকে প্রায় বেআইনি ভাবে নিয়ে যাওয়া ২০০ লিটার চোলাই দেশি মদ উদ্ধার হয় ।
ওই ঘটনায় আটক করা হয়েছে গাড়ি সহ গাড়ির চালককে । এদিন ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তরের সুপার অনির্বাণ সান্যাল বলেন, বিশেষ মাধ্যমে খবর ছিল কেশিয়াড়ি থেকে একটি পিকআপভ্যানে করে বেআইনি চোলাই মদ আসছে বালিভাসায় হাটে।
উল্লেখ্য, ঝাড়গ্রামে ২০০ লিটার চোলাই দেশি মদ উদ্ধার।গোপন সুত্রে খবর পেয়ে সোমবার ৬ নম্বর জাতীয় সড়ক এর বলিভাসা এলাকা থেকে ২০০ লিটার চোলাই দেশি মদ উদ্ধার করল ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তর । সোমবার কলকাতা মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়কে ঝাড়গ্রামের বালিভাসার কাছে একটি পিকআপভ্যানকে আটক করে তল্লাশি চালায় আবগারি দপ্তরের পুলিশ অফিসার ।তল্লাশি চালানোর সময় পিকআপভ্যানের ভেতর থেকে প্রায় বেআইনি ভাবে নিয়ে যাওয়া ২০০ লিটার চোলাই দেশি মদ উদ্ধার হয় ।
ওই ঘটনায় আটক করা হয়েছে গাড়ি সহ গাড়ির চালককে । এদিন ঝাড়গ্রাম জেলা আবগারি দপ্তরের সুপার অনির্বাণ সান্যাল বলেন, বিশেষ মাধ্যমে খবর ছিল কেশিয়াড়ি থেকে একটি পিকআপভ্যানে করে বেআইনি চোলাই মদ আসছে বালিভাসায় হাটে। পিকআপভ্যানের নাম্বারও ছিল আমাদের কাছে । সেই মতো পিকআপভ্যানটি বালিভাসা পৌছতেই আটক করা হয় । তারপর তল্লাশি চালিয়ে তার ভেতর থেকে প্রায় ২০০ লিটার বেআইনি চোলাই দেশি মদ উদ্ধার হয় । গাড়ির চালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে । এই চোলাই মদ কারবারের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে ঝাড়গ্রাম জেলার আবগারি দফতরের আধিকারিক জানান।