ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী গ্রাম পঞ্চায়েতের আহিরা গ্রামবাসীদের উদ্যোগে বাঁধনা পরব উদযাপন। শুক্রবার চিরাচরিত প্রথা মেনে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরী গ্রাম পঞ্চায়েতের আহিরা গ্রামে গ্রামবাসীদের উদ্যোগে বাঁধনা পরম উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউৎ সহ আরো অনেকে।
বাঁধনা পরব উপলক্ষে গরু-খুঁটান উৎসবের আয়োজন করা হয়। গরু খুঁটান উৎসবে এলাকার সর্বস্তরের মানুষ সামিল হয়েছিলেন। ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি ওই অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের মানুষকে বাঁধনা পরবের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, জঙ্গলমহলের ঐতিহ্য হলো বাঁধনা পরব। তাই জঙ্গলমহল জুড়ে বাঁধনা পরবের অনুষ্ঠানে মেতে উঠেছেন সর্বস্তরের মানুষজন। বাঁধনা পরব উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আয়োজন করেছে গ্রামের গ্রামবাসীরা। তবে তার মধ্যে অন্যতম হলো গরু খুটান উৎসব।
আরও পড়ুন – ছটপূজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন
যাকে কেন্দ্র করে মানুষ উৎসাহে মেতে উঠেন। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ কমলকান্ত রাউৎ বলেন, কৃষিভিত্তিক উৎসব হলো বাঁধনা পরবের উৎসব। গরু কে কৃষি কাজে ব্যবহার করা হয়। গরু মানুষের কথাও বুঝতে পারে। তাই গরুকে বিশ্রাম দেওয়ার জন্য ও তাদের মনোবল কে বাড়ানোর জন্য এই গরু খুঁটান অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রাচীন রীতি মেনে জঙ্গলমহল জুড়ে বাঁধনা পরব উপলক্ষে গরু খুঁটান উৎসব শুরু হয়েছে। তিনি গরু খুঁটান উৎসবে উপস্থিত সকলকে সাঁকরাইল পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।