
নিজস্ব সংবাদদাতা, দার্জিলিং, ১৫ ডিসেম্বর, ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক আইনজীবীর মৃতদেহ। ঘটনাটি ঘটেছে, শিলিগুড়ির বাবুপাড়া সংলগ্ন সরকারি আবাসনে।জানা গিয়েছে, মৃত ওই আইনজীবীর নাম তিলক বাহাদুর ছেত্রী (রাজু)। পেশায় শিলিগুড়ি কোর্টের আইনজীবী। তিনি ওদলাবাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা। তবে তিনি কর্মসূত্রে সরকারি আবাসনে ভাড়া থাকতেন৷ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলিগুড়ি থানার পুলিশ এরপর মৃতদেহ উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ।
পরিবার সূত্রে খবর, তিলিক বাবু বিগত ৯ মাস আগে বিয়ে করেছেন। এবং বেশ কিছু দিন তিনি তার নিজের বাড়িতেই ছিলেন কাল তিনি এক বন্ধুর সাথে শিলিগুড়িতে আসেন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বাবুর দাদা বলেন, কেন ভাই এমন ঘটনা ঘটলো তা আমার জানা নেই। তবে পারিবারিক সস্যসা না থাকলে কিছু সমস্যা ছিল বলে জানান তিনি। তবে তিনি সেই সমস্যার ব্যাপারে খোলসা করেননি। প্রসঙ্গত, শিলিগুড়ির সেক্রেটারি ইউসুফ আলী জানান, রাজু বাবু খুব শান্ত স্বভাবের ছিলেন। বেশ হাসি খুশি থাকতেন। তবে কেনো এমন ঘটনা ঘটলো তা জানা নেই।



















