ঝড় বৃষ্টিতে ভেঙেছে বসত বাড়ি, বর্তমানে ছেলেকে নিয়ে আস্তানা প্রতিবেশীর বাড়ির বারান্দা। নিজের বসত বাড়ি বেহাল, বর্তমানে মাথা গোজার ঠিকানা অন্যের বাড়ির বারান্দা। এমনি দূর্দশার চিত্র দেখা গেলো উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের দূর্লভপুর অঞ্চলের নন্দনগ্রাম এলাকায়। জানাযায়, নন্দনগ্রাম এলাকার বাসিন্দা পেশায় দিনমজুর স্বামীহারা বনি রায়। তার মেয়েদের বিয়ে হয়ে গেছে।
বর্তমানে এক ছেলেকে নিয়ে তার বসবাস। কিন্তু তার মাথা গোজার মাটির কুড়েঘর অধিকাংশই ঝড় বৃষ্টিতে ভেঙে বেহাল অবস্থায় পরে আছে দীর্ঘ কয়েক মাস ধরে। জীবনের ঝুকি নিয়ে বেশকিছু দিন ওই ঘরে থাকলেও বর্তমানে প্রান বাঁচাতে ছেলেকে নিয়ে তার আস্তানা অন্যের বাড়ির বারান্দা। সরকারি ভাবে বৃদ্ধ ভাতা পেলেও তা কয়েক মাস ধরে বন্ধ। অভাবের সংসারে এক ছেলে সহ নিজের দুবেলা দুমুঠো পেটের ভাত জোগার করতে হিমসিম খাচ্ছেন তিনি। ফলে অর্থের অভাবে নিজের বাড়ি মেরামত করতে পারছেন না বনি রায়।
আরও পড়ুন – চরম উত্তেজনা ক্ষীরপাই পৌরসভার ৬ নাম্বার ওয়ার্ডে
বার্ধক্য জনিত কারনে জমিতে নিয়মিত দিনমজুরের কাজ করতেও অপারক তিনি। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে একটি সরকারি ভাবে ঘরের ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানিয়েও কোন লাভ হয়নি বলে জানান বনি রায়। ফলে ইটাহার ব্লক প্রশাসনের কাছে মাথা গোজার একটি সরকারি ভাবে ঘরের ব্যবস্থা করে দেওয়ার আর্জি জানিয়েছেন ইটাহার ব্লকের প্রত্যন্ত নন্দন গ্রামের অসহায় স্বামীহারা মহিলা।
এমনকি স্থানীয় বাসিন্দারাও তার অভাব ও ঘরের সমস্যা দেখে প্রশাসনের কাছে তাকে সাহায্যের আর্জি জানিয়েছেন। তবে এই বিষয়ে দূর্লভপুর গ্রাম পঞ্চায়েত প্রধান হিরা সোরেন জানান, বিষটি তার জানা ছিলনা। সংবাদ মাধ্যমের কাছে জানলেন। বিষটি খতিয়ে দেখে ওই মহিলার সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায় সেই বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা করা হবে বলে জানান। এখন কবে বনি রায় সরকারি ভাবে সাহায্য পায় সেটাই দেখার বিষয়। ঝড় বৃষ্টিতে ভেঙেছে