পুরভোটে বিজেপি সমানে সমানে টক্কর নিচ্ছে, জানালেন দিলীপ ঘোষ। এদিন নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন দিলীপ ঘোষ। রাত পোহালে রাজ্যে ১০৮ টি পুরসভা নির্বাচন। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যেরকম একটা হতাশাজনক পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছিল। শেষের দিকে সাধারণ মানুষের উৎসাহ বেড়েছে বিরোধী পার্টি দের ভয় দেখানো হচ্ছিল বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সংগঠিত ভাবে নির্বাচন লড়ছে। সমানে সমানে টক্কর দিচ্ছে।
কুনাল ঘোষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অবসাদ গ্রস্ত বলা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ওনাদের নেতাদের দিকে আগে দেখুন। তারপর বলবেন। সহ্য করতে পারছেন না। ওনারা ভেবেছিলেন পূর্ব মেদিনীপুরে কেউ টক্কর দিতে পারবেন না। আমরা টক্কর দিচ্ছি। সেইজন্য কোনো কোনো ব্যক্তিকে নিশানা করার চেষ্টা হচ্ছে। বারবার তাকে অপমান করার চেষ্টা হচ্ছে। এটা কি ধরনের রাজনীতি। ওনাদের যারা নেতারা আছে তারা বারবার কথাবার্তা দেখুন। ওনারা কোনো বিরোধীকে দেখতে চান না। বিরোধী শূন্য চান। বিরোধিতা করলে তাকে শারীরিক এবং মানসিক ভাবে চাপ দেওয়ার চেষ্টা। কিভাবে তাকে আটকানো যায়।
আর ও পড়ুন ইউক্রেনের রাজধানী কিয়েভের বিমানঘাঁটির দখল নিয়েছে রুশ বাহিনী
আনিস খান হত্যা নিয়ে সিটের তদন্তকারী আধিকারিকরা গ্রামবাসীদের বিক্ষোভের মুখে। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সিটের ওপরে কারো ভরসা নেই। প্রশাসন জানে এটা চালাকি হচ্ছে। সাধারণ মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা,আমরা তো দেখেছি কত হত্যা হয়েছে একটা এফ আই আর নিতে চাইনি এদের ইচ্ছাই নেই অপরাধীদের শাস্তি দেওয়ার। পুলিশ যখন নিজেই অপরাধী, পুলিশের সর্বচ্চ পদাধিকার যখন অপরাধী তখন কেন এসপি কে সরানো হয়নি।
কোচ বিহার শিতলকুচিতে সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়েছিল বুথ রক্ষা করার জন্য। সেই রিপোর্ট টা সরকারের মতো করে দেয়নি বলে সেই এসপি কে সরিয়ে দিয়ে তার বিরুদ্ধে তদন্ত করা হলো। হাওড়ার এসপি কে কেন সরানো হলো না। কেন তার বিরুদ্ধে ইনকোয়ারী করা হলো না। একটা জল জ্যান্ত ছেলেকে মেরে ফেলা হলো। তার তদন্ত ততক্ষন পর্যন্ত ঠিকঠাক হবে না যতক্ষণ না এসপিকে সরানো হচ্ছে।সিভিক এবং সাধারণ কনস্টেবলরা বলির পাঁঠা। যারা এই চক্রান্ত করেছে যারা এই সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ধরা উচিত। মানুষ সেটাই চাইছে।
উল্লেখ্য, পুরভোটে বিজেপি সমানে সমানে টক্কর নিচ্ছে, জানালেন দিলীপ ঘোষ। এদিন নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন দিলীপ ঘোষ। রাত পোহালে রাজ্যে ১০৮ টি পুরসভা নির্বাচন। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যেরকম একটা হতাশাজনক পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছিল। শেষের দিকে সাধারণ মানুষের উৎসাহ বেড়েছে বিরোধী পার্টি দের ভয় দেখানো হচ্ছিল বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সংগঠিত ভাবে নির্বাচন লড়ছে। সমানে সমানে টক্কর দিচ্ছে।
কুনাল ঘোষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অবসাদ গ্রস্ত বলা নিয়ে দিলীপ ঘোষ বলেন, ওনাদের নেতাদের দিকে আগে দেখুন। তারপর বলবেন। সহ্য করতে পারছেন না। ওনারা ভেবেছিলেন পূর্ব মেদিনীপুরে কেউ টক্কর দিতে পারবেন না। আমরা টক্কর দিচ্ছি। সেইজন্য কোনো কোনো ব্যক্তিকে নিশানা করার চেষ্টা হচ্ছে। বারবার তাকে অপমান করার চেষ্টা হচ্ছে। এটা কি ধরনের রাজনীতি। ওনাদের যারা নেতারা আছে তারা বারবার কথাবার্তা দেখুন। ওনারা কোনো বিরোধীকে দেখতে চান না। বিরোধী শূন্য চান। বিরোধিতা করলে তাকে শারীরিক এবং মানসিক ভাবে চাপ দেওয়ার চেষ্টা। কিভাবে তাকে আটকানো যায়।