বিনোদন – ২০২৫ সাল যে কতটা চমকে দেওয়া মুহূর্তে ভরপুর হতে পারে, তার আরেকটি উদাহরণ মিলল টলিপাড়ায়। প্রথমে ‘ধূমকেতু’ ছবির মুক্তির ঘোষণা, তারপর এক দশক পর দেব-শুভশ্রীর পুনর্মিলন এবং অতীতের তিক্ততা ভুলে তাঁদের নতুন বন্ধুত্ব। আর এখন ফের টলিউডে চর্চার কেন্দ্রে শুভশ্রী ও মিমি। পরিচালক রাজ চক্রবর্তীর বর্তমান স্ত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং তাঁর প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তী—এই দুই জনপ্রিয় তারকার এমন মাখো-মাখো সম্পর্ক দেখে বিস্মিত নেটিজেনরা।
বুধবার সকালে শুভশ্রী তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। কালো পোশাকে শুভশ্রী বলেন, “বলিউডে যদি দীপিকা থাকে, তবে আমাদের আছে মিমি।” কথাটি শুনে ক্যামেরা ঘুরতেই দেখা যায় মিমি হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছেন। এরপর মিমি শুভশ্রীর কাছে এসে বলেন, “লেডি সুপারস্টারের সঙ্গে থাকুন।” এর পরেই মিমি হঠাৎ শুভশ্রীর গালে চুমু খান। শুভশ্রী ভিডিওটির ক্যাপশনে লেখেন, “এই বছরের সেরা কোলাব।” মুহূর্তের মধ্যে ভিডিওটি নেটপাড়ায় ভাইরাল হয়ে যায়।
জানা গিয়েছে, ভিডিওটি শ্যুট হয়েছে মুম্বইতে। একটি বিজ্ঞাপনের কাজে একসঙ্গে সেখানে গিয়েছিলেন মিমি ও শুভশ্রী। শ্যুটিংয়ের ফাঁকে তাঁদের এই মজার মুহূর্ত ধরা পড়ে ক্যামেরায়। উল্লেখযোগ্যভাবে, রাজ চক্রবর্তীর সঙ্গে একসময় সম্পর্ক ছিল মিমির। তবে বিয়ের আগে সেই সম্পর্ক ভেঙে যায় এবং ২০১৮ সালে রাজ শুভশ্রীকে বিয়ে করেন। এরপর থেকে শুভশ্রী ও মিমির মধ্যে বিশেষ যোগাযোগ না থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে দূরত্ব ঘুচে গিয়েছিল।
আগেও মিমি শুভশ্রীর সন্তানদের জন্য উপহার পাঠানো কিংবা একসঙ্গে পার্টিতে যোগ দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে। কিন্তু এইবারের ভিডিও তাঁদের বন্ধুত্বকে যেন আরও দৃঢ় করে তুলেছে। নেটিজেনদের অনেকেই মন্তব্য করছেন, তাঁরা চান রাজ চক্রবর্তীর পরিচালনায় মিমি ও শুভশ্রীকে একসঙ্গে পর্দায় দেখতে। এখন দেখার বিষয়, দর্শকদের সেই ইচ্ছা কত তাড়াতাড়ি পূর্ণ হয়।
