আবারো কোরোনার থাবা গ্ল্যামার জগতে। বিনোদন জগতের নানা অভিনেতা অভিনেত্রীর কোভিড ১৯ পজিটিভ হওয়ার খবর ক্রমশই প্রকাশ্যে আসছে। এবার আক্রান্ত হলেন টলিউডের বিখ্যাত পরিচালক । রাজ চক্রবর্তী করোনা আক্রান্ত, নিজে তিনি টুইট করে জানালেন সে কথা। তিনি জানিয়েছেন তাঁর বাবা হাসপাতালে ভর্তি আছেন, তাঁর বাবার কোভিড পরীক্ষা করানো হয়। দুবারই তাঁর বাবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে, তবে পরিচালক নিজে করোনা পজিটিভ। আপাতত হোম কোয়ারেন্টিনে পরিচালক ।
রাজ চক্রবর্তী জানান, সম্প্রতি তাঁর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তাঁর বাবার কোভিড পরীক্ষা করানো হয়। দুবারই তাঁর বাবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তবে তিনি কোভিড পজিটিভ বলে জানিয়েছেন রাজ।
বর্তমানে তাঁরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান পরিচালক।যদিও তাঁর পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষা হয়নি।
এদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অন্তঃসত্ত্বা। তাই রাজ শুভশ্রী- এর আরোগ্য কামনায় তাদের ভক্তকূল ।