টলিউডের মিষ্টি নায়িকা কে? নাম জেনে নিন । এক সময় টলিউডের মিষ্টি নায়িকা বলেই নাম ডাক ছিল শ্রাবন্তীর। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে লম্বা বিবাহিত জীবনের পর একের পর এক সঙ্গী বদল হয় নায়িকার। একে একে তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন শ্রাবন্তী।
তিন বারই ব্যর্থ হন নায়িকা। তিনি এখন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে আকুল। তবে ব্যক্তিগত জীবনে যা-ই ঘটুক না কেন, শ্রাবন্তী ব্যস্ত নিজের কাজ নিয়ে।
নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন অংশুমান প্রত্যুষ। ছবির নাম ‘ধাপ্পা’। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন শ্রাবন্তী চ্যাটার্জি ও প্রিয়াঙ্কা সরকার। তবে, এই সিনেমায় কোনো নায়ক নেই।
দুই নায়িকাকে প্রধান করেই এ সাইকোলজিক্যাল থ্রিলারটি তৈরি করছেন পরিচালক। অংশুমানের ভাষায়, “গল্পটি দু’জন নারীর মনস্তত্ত্ব নিয়ে। ‘নির্ভয়া’ করতে গিয়ে প্রিয়াঙ্কার অভিনয়ের ধার দেখেছি।
আর ও পড়ুন জিম লুকে উষ্ণতা ছড়াচ্ছেন এই টলিউডের এই অভিনেত্রী
শ্রাবন্তীর সঙ্গে কাজ করারও ইচ্ছে ছিল বহু দিন ধরেই। একসঙ্গে দুই বলিষ্ঠ অভিনেত্রীকে নিয়ে শুরু করতে চলেছি ছবির কাজ।” ছবিতে শ্রাবন্তী এমন একটি চরিত্রে অভিনয় করছেন, যে নিজেকে বাইরের জগৎ থেকে দূরে রাখতে ভালোবাসে। প্রিয়াঙ্কা এক আধুনিক কর্মরতা নারীর চরিত্রে। ছবিতে দুই নারীকে মিলিয়ে দেবে একটি ঝড়-বৃষ্টির রাত। সেই রাতে প্রিয়াঙ্কার চরিত্রটি আশ্রয় নেয় শ্রাবন্তীর বাড়িতে।
শ্রাবন্তী ছবিটি নিয়ে বেশ উত্তেজিত। তিনি বলেন, ‘টানটান গল্প ছবিটির। শেষ পর্যন্ত দেখতে চাইবেন দর্শক। এ রকম কাজ আগে করিনি। প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করব এটাও বাড়তি ভালো লাগা হিসেবে কাজ করছে।’ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুটিং শুরু দক্ষিণ ২৪ পরগনার শাসনে। এটি মুক্তি পাবে আগামী বছরের প্রথম দিকে।
উল্লেখ্য,এক সময় টলিউডের মিষ্টি নায়িকা বলেই নাম ডাক ছিল শ্রাবন্তীর। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে লম্বা বিবাহিত জীবনের পর একের পর এক সঙ্গী বদল হয় নায়িকার। একে একে তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন শ্রাবন্তী। তিন বারই ব্যর্থ হন নায়িকা। তিনি এখন ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে আকুল। তবে ব্যক্তিগত জীবনে যা-ই ঘটুক না কেন, শ্রাবন্তী ব্যস্ত নিজের কাজ নিয়ে।