কলকাতা : – বাংলা অভিনয় জগতের অতন্ত্য পরিচিত অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় কোভিডে আক্রান্ত হলেন , তাঁর স্ত্রী ও মেয়েও এই রোগে আক্রান্ত।আপাতত হোম কোরানটিনে রয়েছেন তারা। বর্তমানে তিনি একটি বাংলা জনপ্রিয় সিরিয়ালের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন।অভিনেতার মেয়ের ফেসবুক পোস্ট দেখে খবরটি জানা যায়।
দিন কয়েক আগেই হঠাৎই জ্বর আসে সুরজিতের স্ত্রীর। এর কিছু দিন পরেই গলা ব্যথা শুরু হয় অভিনেতার। এর পরেই তাঁরা সপরিবার টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে। তাঁর স্ত্রীর জ্বর এখনও কমেনি। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরে খবর দেওয়া হয়েছে, আপাতত ঘরের বাইরে পা রাখছেন না তাঁরা।