ঘুম-টাইগার হিলে স্নোফলের জেরে উল্লাসিত পর্যটক। দার্জিলিং, সিকিম-সহ বিস্তীর্ণ এলাকায় তুষারে ঢেকেছে রাস্তাঘাট। প্রায় ১০ বছর পর বরফ পড়ল। প্রায় ১০ বছর পর বরফ পড়ল দার্জিলিংয়ের ঘুম এলাকায়। এদিন সকাল থেকেই বরফ পড়তে শুরু করে। শেষ ২-৩ দিন ধরেই টাইগার হিলে বরফ পড়ছে।
ফলে খুশির হাওয়া পর্যটকদের মধ্যে। ডিসেম্বরের এই শেষলগ্নে প্রচুর পর্যটক ভিড় করেন পাহাড়ে। বরফের দেখা মেলায় স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত তাঁরা। তবে ঘুম স্টেশনে বরফ পড়া সবথেকে বেশি নজর কেড়েছে। টয়ট্রেনের লাইনেও জমে গিয়েছে বরফ। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার মিশেলে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য জায়গাগুলিতে তুষারপাত শুরু হয়েছে।
আর ও পড়ুন পাহাড়ে বৃষ্টি ও তুষারপাত, দক্ষিণে উধাও শীত!
বছরশেষে দার্জিলিংয়ে বরফের দেখা পাওয়ায় স্বাভাবিক ভাবে খুশির হাওয়া পর্যটকদের মধ্যে। হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে পাহাড়ে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। এই সময় দার্জিলিংয়ের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাচ্ছে। ফলে তুষারপাত হচ্ছে টাইগার হিলে। টাইগার হিল সংলগ্ন রাস্তাঘাট ঢেকেছে বরফের চাদরে। গত দুদিন ধরে তুষারপাত হচ্ছিল দার্জিলিংয়ের সান্দাকাফু ও সিকিমের ছাঙ্গুতে। এবার টাইগার হিলেই সেই নান্দনিক দৃশ্যের অবতারণা হল।
উল্লেখ্য, ঘুম-টাইগার হিলে স্নোফলের জেরে উল্লাসিত পর্যটক। দার্জিলিং, সিকিম-সহ বিস্তীর্ণ এলাকায় তুষারে ঢেকেছে রাস্তাঘাট। প্রায় ১০ বছর পর বরফ পড়ল দার্জিলিংয়ের ঘুম এলাকায়। এদিন সকাল থেকেই বরফ পড়তে শুরু করে। প্রায় ১০ বছর পর বরফ পড়ল দার্জিলিংয়ের ঘুম এলাকায়। এদিন সকাল থেকেই বরফ পড়তে শুরু করে। শেষ ২-৩ দিন ধরেই টাইগার হিলে বরফ পড়ছে।
ফলে খুশির হাওয়া পর্যটকদের মধ্যে। ডিসেম্বরের এই শেষলগ্নে প্রচুর পর্যটক ভিড় করেন পাহাড়ে। বরফের দেখা মেলায় স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত তাঁরা। তবে ঘুম স্টেশনে বরফ পড়া সবথেকে বেশি নজর কেড়েছে। টয়ট্রেনের লাইনেও জমে গিয়েছে বরফ। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালী হাওয়ার মিশেলে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য জায়গাগুলিতে তুষারপাত শুরু হয়েছে।