রাজ্য – টাইপ-১ ডায়াবেটিসের মোকাবিলায় ‘বাংলার মডেল’ এখন বিশ্বের কাছে এক অনুকরণীয় দৃষ্টান্ত— এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে টাইপ-১ ডায়াবেটিস আক্রান্ত শিশু ও কিশোরদের জন্য চালু হওয়া রাষ্ট্রীয় উদ্যোগকে আন্তর্জাতিক মহলও স্বীকৃতি দিচ্ছে।
সম্প্রতি হার্ভার্ড মেডিকেল স্কুলের বিশিষ্ট অধ্যাপক জিন বুখম্যান এসএসকেএম হাসপাতাল পরিদর্শন করে এই প্রকল্পের কার্যকারিতা ও পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি বাংলার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে জানান, এটি ভারতের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও জনস্বাস্থ্য ব্যবস্থাপনার এক অনন্য মডেল হিসেবে প্রতিষ্ঠা পেতে চলেছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাফল্যের জন্য স্বাস্থ্য দফতরের আধিকারিক, চিকিৎসক, নার্স ও প্রকল্পের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক অভিনন্দন জানান। তাঁর কথায়, “মানুষের জীবনের পাশে থাকা, তাদের স্বাস্থ্যের দায়িত্ব নেওয়াই আমাদের সরকারের মূল লক্ষ্য। বাংলার এই উদ্যোগ এখন বিশ্বে গর্বের প্রতীক।




















