কত টাকার মালিক শাহরুখ? অন্তর্জালে আলোচনায় শাহরুখ খান, দুই বছরের চলমান গুঞ্জন অফিশিয়াল করেছেন। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে রহস্য বাড়িয়েই চলেছেন। ফাঁস হয়েছে ‘পাঠান’ সিনেমার লুক। নেট-দুনিয়া গরম করা কিং খানের সবশেষ ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালে। সিনেমাটি বক্স অফিসে সুপারফ্লপ হলে দীর্ঘ বিরতি নেন শাহরুখ খান।
৩০ বছরের ক্যারিয়ারে শাহরুখের এত দীর্ঘ বিরতি আর হয়নি। বলিউড এই সুপারস্টারের কাজের আপডেট তো ভক্তদের নখদর্পণে; চলুন জেনে নেওয়া যাক বলিউড বাদশাহের টাকা-পয়সার খবর। বলিউডভিত্তিক পোর্টাল বলিউড বাবল এক প্রতিবেদনে দাবি করেছে, শাহরুখের দিনে আয় এক লাখ ৮০ হাজার মার্কিন ডলার, দিনে এত আয় করলে এই সুপারস্টার কত টাকার মালিক?
আর ও পড়ুন নন্দীগ্রাম দিবসে টুইটে ২০০৭-র ঘটনা স্মরণ করলেন মমতা
সেই প্রতিবেদন বলছে, ১৯৮৮ সালে টিভি শো দিয়ে ক্যারিয়ার শুরু করা ‘ডন’ তারকা ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের মালিক, বর্তমানে শাহরুখ খান একাধিক সিনেমার শুট করছেন। যার মধ্যে অফিশিয়ালি জানিয়েছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘পাঠান’ সিনেমার খবর; যেটি মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি। গুঞ্জন আছে ওটিটি প্ল্যাটফর্মে কাজেরও।
উল্লেখ্য, কত টাকার মালিক শাহরুখ? অন্তর্জালে আলোচনায় শাহরুখ খান, দুই বছরের চলমান গুঞ্জন অফিশিয়াল করেছেন। ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে রহস্য বাড়িয়েই চলেছেন। ফাঁস হয়েছে ‘পাঠান’ সিনেমার লুক। নেট-দুনিয়া গরম করা কিং খানের সবশেষ ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালে। সিনেমাটি বক্স অফিসে সুপারফ্লপ হলে দীর্ঘ বিরতি নেন শাহরুখ খান। ৩০ বছরের ক্যারিয়ারে শাহরুখের এত দীর্ঘ বিরতি আর হয়নি। বলিউড এই সুপারস্টারের কাজের আপডেট তো ভক্তদের নখদর্পণে; চলুন জেনে নেওয়া যাক বলিউড বাদশাহের টাকা-পয়সার খবর। বলিউডভিত্তিক পোর্টাল বলিউড বাবল এক প্রতিবেদনে দাবি করেছে, শাহরুখের দিনে আয় এক লাখ ৮০ হাজার মার্কিন ডলার, দিনে এত আয় করলে এই সুপারস্টার কত টাকার মালিক?



















