৪ ডিসেম্বর, টাকার অভাবে প্রেসিডেন্ট পদ থেকে নিজেই নিজের নাম কাটালেন কমলা হ্যারিস। মঙ্গলবার সমর্থকদের হতাশ করে হঠাৎ এরূপ ঘোষণা করলেন তিনি। তিনি জানান, প্রচারের জন্য পর্যাপ্ত টাকার অভাবেই এরূপ সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি।
এদিন নিজের টুইটে নির্বাচনী প্রচারে তাঁর সঙ্গে থাকা সকল সহকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আমি কোটিপতি নই, নির্বাচনী প্রচারে যে বিপুল অর্থ প্রয়োজন তা আমার পক্ষে বহন করা সম্ভব নয়’। টুইটে তাঁর এই পোস্টের পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুঃখ প্রকাশ করেন, তিনি বলেন, ‘খুব খারাপ, আমরা তোমার অভাব বোধ করব’।
তাঁর এরূপ সিদ্ধান্তে ২০২০ এর প্রেসিডেন্ট নির্বাচনে ধাক্কা খেল ডেমোক্র্যাটিক পার্টি। কারণ দলের একমাত্র অশেতাঙ্গ প্রার্থী নির্বাচনে কমলাই ছিলেন সবচেয়ে এগিয়ে। উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম অশেতাঙ্গ মহিলা সেনেটর হিসেবে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত হন তিনি। তাঁর আগে সানফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ও ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন তিনি।



















