টাকার বিনিময়ে ওজন করে অতিথিদের দেওয়া হচ্ছে পোলাও-মাংস! পাকিস্তানে বিয়েবাড়ির ভিডিও ভাইরাল হতেই হাসির ঝড়

টাকার বিনিময়ে ওজন করে অতিথিদের দেওয়া হচ্ছে পোলাও-মাংস! পাকিস্তানে বিয়েবাড়ির ভিডিও ভাইরাল হতেই হাসির ঝড়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


ভাইরাল – অদ্ভুত এক বিয়ের আয়োজন নিয়ে সরগরম সামাজিক মাধ্যম। পাকিস্তানের এক গ্রামে অনুষ্ঠিত এক বিয়েবাড়ির ভিডিওতে দেখা গেছে, অতিথিদের কাছ থেকে টাকার বিনিময়ে ওজন করে দেওয়া হচ্ছে পোলাও, মাংস ও সবজি। এক ব্যক্তি খাটিয়ায় বসে খাতা-পেন হাতে হিসাব কষছেন, অতিথিদের কাছ থেকে টাকা নেওয়ার পর প্লেটে ওজনযন্ত্রে মাপ করে খাবার তুলে দিচ্ছেন। পাশে বসে বর নিজে পুরো প্রক্রিয়া তদারকি করছেন।

ভিডিওতে দেখা যায়, ১ কেজি পোলাওয়ের দাম ২ হাজার টাকা, ২ কেজি মুরগির মাংসের জন্য দিতে হচ্ছে ৫ হাজার টাকা এবং সবজির পদের দাম ১ হাজার টাকা। অর্থাৎ, বিয়ের ভোজে অংশ নিতে হলে আমন্ত্রিত অতিথিদেরও দিতে হচ্ছে “প্রবেশমূল্য”! কেউ কেউ খাবার নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ির পথে রওনা হচ্ছেন।

এই ভিডিওটি ইনস্টাগ্রামে ‘আবদুল্লাহভ্লগস’ নামে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়ার পর মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিওটি হাস্যরসের জন্ম দিলেও, অনেক নেটাগরিক মনে করছেন এটি পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক সংকটেরই প্রতিফলন। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার এখন প্রায় ৩৮ শতাংশ, ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম আকাশছোঁয়া। বর্তমানে দেশটিতে মুরগির দাম প্রতি কেজিতে ১৫০০ টাকারও বেশি, আর গম ও চালের দামও ক্রমশ বাড়ছে।

ভিডিওটি প্রকাশের পর অনেকে নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করেছেন। এক পাকিস্তানি নেটাগরিক লিখেছেন, “আমাদের পরিবারের বিয়েতেও একইভাবে করতে হয়েছিল, না হলে ঋণের বোঝা বইতে হতো।” আরেকজন মন্তব্য করেছেন, “যখন টাকাই দিতে হবে, তখন রেস্তরাঁয় খেয়েই ভালো!”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top