নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৪ জানুয়ারি, পাঁচশো টাকা আগে দিতে হবে তারপর এম্বুলেন্স যাবে হাসপাতালে। সময় মতো এম্বুলেন্স পরিষেবা না পাওয়ায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম শিবু সরদার। গতকাল মধ্য রাতে ঘটনাটি ঘটেছে নিউটাউনের হাতিয়ারা ঝিল বাগানে। এম্বুলেন্স ভাঙচুর ও চালককে মারধর করে মৃতের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইকোপার্ক থানার পুলিশ। চালক চাঁদু সরদারকে উদ্ধার করে ইকোপার্ক থানায় নিয়ে যায় পুলিশ। এলাকায় উত্তেজনা। গোটা ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিশ।
গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ নিউটাউনের হাতিয়ারা ঝিল বাগানে বছর পঁয়ষট্টির শিবু সরদারের শ্বাস কষ্ট ওঠে। পরিবারের লোকজন বাড়ির কাছেই এম্বুলেন্স চালক চাঁদু সরদারকে বলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। অভিযোগ, এম্বুলেন্স চালক চাঁদু সরদার আগে পাঁচশো টাকা চায়। নাহলে হাসপাতালে যাবে না বলে দেয়। অসুস্থ শিবু সরদারের বাড়ির লোক বারবার করে হাসপাতালে যাওয়ার কথা বললেও এম্বুলেন্স নিয়ে হাসপাতালে চাইনি চালক। সময় মতো হাসপাতালে নিয়ে যেতে না পারায় শিবু সরদারের মৃত্যু হয়। তারপর মৃতের পরিবার ও প্রতিবেশীরা এম্বুলেন্স ভাঙচুর চালায় এবং চালক চাঁদু সরদারকে মারধর করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইকোপার্ক থানার পুলিশ। চাঁদু সরদারকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এলাকায় উত্তেজনা। ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিশ।