নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ৩১ মার্চ, গত ১৪ই মার্চ থেকে বন্ধ রয়েছে টিটাগড় এম্পায়ার জুটমিলের বকেয়া টাকা শ্রমিকরা। কিন্তু শ্রমিকরা এখনোও সেই টাকা পাননি, এমনই অভিযোগ তুলছে শ্রমিকরা মালিকের বিরুদ্ধে।
জানা গিয়েছে, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাংসদ বিধায়ক পৌর প্রধান সকলে বলার পর মালিক কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছিল সোমবার টাকা দেওয়া হবে কিন্তু সেই টাকা এখনোও তারা পায়নি, সেই ক্ষোভে হতাশ মিলের শ্রমিকরা। একে লকডাউন তার ওপর তাদের বকেয়া টাকা না পাওয়ায় এখন চূড়ান্ত হতাশায় ভুগছেন মিলের শ্রমিকরা।