নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২৮ ডিসেম্বর, কুড়িয়ে পাওয়া টাকা ভর্তি নথিপত্র সহ ব্যাগ ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির গড়লেন এক গৃহবধূ।ঘটনাটি হাবড়া বাজার এলাকার।শুক্রবার রাতে অশোকনগর থানার ৮নং শিশির পল্লী এলাকার বাসিন্দা গার্গী মুখার্জি (বয়স ৩০) বেসরকারী সংস্থার এক কর্মী কাজ সেরে রাত প্রায় নয়টা নাগাদ পরিবারের জন্য একটু কেনাকাটা করতে হাবড়া পিএল মেডিক্যাল গলির মুখে একটি দোকানে গিয়েছিলেন। দোকান থেকে বেরিয়ে কিছুদুর যেতেই তাঁর নজরে আসে তার ব্যাগটি তার কাছে নেই।অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে অবশেষে রাতেই হাবড়া থানার দ্বারস্থ হন মহিলা।
এদিকে উত্তর হাবড়ার বাসিন্দারা বছর ৪৫ এর বেবী কুন্ডু কাজ থেকে বাড়ি ফেরার পথে পিএল মেডিক্যাল গলির মুখে হঠাৎ তাঁর নজরে আসে এক ব্যক্তি একটি ব্যাগ মাটি থেকে তুলে নেবার চেষ্টা করছেন, তখনই তিনি ঐ ব্যক্তিকে জানান মেয়েদের ব্যাগ দিয়ে তিনি কি করবেন বলেই ব্যাগটি নিজের কাছে নিয়ে নেন।ব্যাগ খুলে দেখেন ব্যাগের ভেতর নগদ ৮,৫০০ টাকা,একটি ভোটার কার্ড,একটি আঁধার কার্ড। তখন পাশ্ববর্তী সমস্ত দোকানে গিয়ে জানিয়ে আসেন যদি কেউ তার হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজতে আসেন তাহলে যেন ব্যাগটির বেবী কুন্ডুর কাছে সুরক্ষিত আছে জানিয়ে দেওয়া হয়।যদিও ব্যাগে থাকা মোবাইল নম্বরে ফোন করে বিষয়টি জানানো হলে তখন তাকে থানায় আসতে জানানো হয়।তিনি রাতেই থানায় এসে ব্যাগটি গার্গী মুখার্জিকে ফেরত দিয়ে দেন।একদিকে ব্যাগটি ফেরত পেয়ে খুব খুশি গার্গী মুর্খার্জী এবং অপরদিকে ব্যাগটি ফেরত দিতে পেরে নিজেও খুশি হন বেবী কুন্ডু।